ছবি: বিসিবি

দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলের দলীয় পৃষ্ঠপোষক নেই। পাকিস্তানের বিপক্ষে তো জার্সিতে কোনো লোগো না নিয়েই টেস্ট খেলেছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল! এরপর জিম্বাবুয়ে সিরিজে আকাশের সঙ্গে চুক্তি হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। জিম্বাবুয়ের মতো এবারও একটি সিরিজের জন্য স্পন্সর নিয়েছে বিসিবি। উইন্ডিজ সিরিজে টাইগারদের জার্সিতে দেখা যাবে বেসরকারি প্রতিষ্ঠান বেক্সিমকোর নাম।

ইউনিলিভারের পণ্য লাইফবয়ের সঙ্গে চুক্তি শেষের পর অফিশিয়াল কোনো পৃষ্ঠপোষক নেই বাংলাদেশ দলের। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে কোনো স্পন্সর ছাড়াই মাঠে নেমেছিলেন মুমিনুল হকরা। এরপর গত মার্চে জিম্বাবুয়ে সিরিজে টিম স্পন্সর হিসেবে যুক্ত ছিল আকাশ ডিটিএইচ। ওই এক সিরিজের জন্য চুক্তিবদ্ধ হয়েছিল তারা। এরপর করনোর কারণে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে টাইগাররা। এজন্য নতুন করে কোনো স্পন্সরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়নি টাইগার বোর্ড।

তবে দীর্ঘ প্রায় ১০ মাস পর আবার আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে, এজন্য স্পন্সরের জন্য আহ্বান জানালেও তেমন সাড়া পেয়নি বিসিবি। পরে উইন্ডিজ সিরিজে বাংলাদেশ দলের টিম স্পন্সর হতে আগ্রহ প্রকাশ করে বেক্সিমকো।

বিসিবি বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে চূড়ান্ত করেছে বেক্সিমকোর নাম। জানিয়েছে, উইন্ডিজ সিরিজে বাংলাদেশ দলের ওয়ানডে ও টেস্ট জার্সিতে থাকবে বেক্সিমকোর নাম। বৃহস্পতিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

বেক্সিমকো দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ড এবং বিশ্বব্যাপী তাদের অনেক খ্যাতি আছে। বিসিবি এবং বাংলাদেশ ক্রিকেটের গর্বিত অংশীদার হওয়া এবং সমর্থন করার জন্য তাদেরকে ধন্যবাদ। আমরা বেক্সিমকোকে জাতীয় দলের স্পন্সর হিসাবে ঘোষণা করতে পেরে অত্যন্ত আনন্দিত।

নিজামউদ্দিন চৌধুরী সুজন, প্রধান নির্বাহী, বাংলাদেশ ক্রিকেট বোর্ড

টিআইএস/এনইউ/এটি