সমর্থকদের বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় বাংলাদেশের
প্রথমবারের মতো ইংল্যান্ডের বার্মি আর্মির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ক্রিকেট সিক্সেস ফ্যানস ওয়ার্ল্ড কাপ। লন্ডনের অক্সফোর্ডে এসটন রোঅ্যান্ট ক্রিকেট ক্লাব মাঠে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে বিভিন্ন দেশের ক্রিকেট সমর্থকদের সংগঠনগুলো। বাংলাদেশ থেকে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ)-এর হয়ে এই বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছে বিসিএসএ যুক্তরাজ্য।
চলতি মাসের ১৯ আগস্ট পর্দা উঠেছিল সমর্থকদের এই বিশ্বকাপ। দিনব্যাপী টুর্নামেন্টে ৮ রাউন্ডে মোট খেলা হয় ১৬টি, এরপর নকআউট। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় সিক্স-এ-সাইড ফরম্যাটে।
বিসিএসএ এর হয়ে খেলায় অংশগ্রহণ করেন বিসিএসএ ইউকে থেকে আবদুস সালাম (বিসিএসএ ইউকে প্রেসিডেন্ট), জাওয়ার আলী (বিসিএসএ ইউকে সেক্রেটারি), আয়াজ করিম (বিসিএসএ ইউকে জয়েন্ট সেক্রেটারি), সালমান, সাইফুর, আমীন, হাসান, সাজেদুল, জুয়েল রায়, শান্ত।
বিজ্ঞাপন
স্বাধীনতার ৫০ বছর সুবর্ণজয়ন্তীতে বিসিএসএ তাদের জার্সিতে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর সুবর্ণজয়ন্তী বিশেষ লোগো ব্যবহার করেছে। প্রতিটি জার্সিতে ব্যবহার করেছে বিশেষ জার্সি নাম্বার, যা ফুটিয়ে তুলেছে বাংলাদেশের স্বাধীনতার অর্জনের বিশেষ সময় ও বিশেষ মুহূর্ত কে।
জার্সি নাম্বার গুলো হচ্ছে- ২১ (২১ ফেব্রুয়ারি, মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস), ১৫ (১৫ আগস্ট, ১৯৭৫, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মৃত্যু দিন), ৭১ (১৯৭১ সাল, মহান মুক্তিযুদ্ধের বছর), ৫২ (১৯৫২, মহান ভাষা আন্দোলনের বছর), ৮ (৮ জানুয়ারি, ১৯৭২, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কারামুক্তি দিবস), ৭ (৭ মার্চ, ১৯৭১, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কালজয়ী ভাষণের দিন), ২৫ ( ২৫ মার্চ, ১৯৭১ গণহত্যা দিবস, কালরাত), ২৬ (২৬ মার্চ, ১৯৭১ মহান স্বাধীনতা দিবস)।
বিজ্ঞাপন
বিসিএসএ এই টুর্নামেন্টে রাউন্ড পর্বে অস্ট্রেলিয়ার বাজি স্মাগলার, ইংল্যান্ডের বার্মি আর্মি, ভারতের ভারত আর্মি ও ওয়ার্ল্ড ইলেভেন (দক্ষিণ আফ্রিকা) কে হারিয়ে সেমিফাইনালে উঠে। সেখানে ওয়ার্ল্ড ইলেভেন (দক্ষিণ আফ্রিকা) কাছে হেরে বিদায় নিলেও পুরো টুর্নামেন্ট জুড়ে বিসিএসএ ভালো দাপট দেখিয়েছে।
ফাইনালে মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজের বারবাডোস ট্যুরিজম টিম ও ওয়ার্ল্ড ইলেভেন (দক্ষিণ আফ্রিকা) হয়। শক্তিশালী বারবাডোস ট্যুরিজম টিমের কাছে হেরে যায় ওয়ার্ল্ড ইলেভেন (দক্ষিণ আফ্রিকা)। প্রথম বারের মতো ক্রিকেট সিক্সেস ফ্যানস ওয়ার্ল্ড কাপ বিজয়ী হয় ওয়েস্ট ইন্ডিজের বারবাডোস ট্যুরিজম টিম।
সমর্থকদের এই বিশ্বকাপে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার জয়েল গারনার ও ইংল্যান্ডের বার্মি আর্মির প্রতিষ্ঠাতা পল বার্নহাম।
এমএইচ