ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্যকার হিসেবে ক্যারিয়ার শুরু করেছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসন। তার সরব উপস্থিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে ক্রিকেটের পাশাপাশি বিশ্বজুড়ে চলমান অনিয়ম নিয়ে কথা বলেন তিনি। এনিয়ে মাঝেমধ্যেই সমালোচনার মুখে পড়তে হয়ে পিটারসনকে। এবার একটি ভিডিও শেয়ার করে বিপাকে পড়েছেন। পিটারসনের ভুল ধরিয়ে দিয়ে তাকে সতর্ক করেছে অস্ট্রেলিয়ার পুলিশ।

দিন দুয়েক আগে টুইটারে একটি ভিডিও শেয়ার করেন পিটারসন। মূলত এই ভিডিও যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন, তিনি উল্লেখ করেন, কোভিডের কারণে একটি মেয়েকে তার বাবার থেকে সরিয়ে নিচ্ছে অস্ট্রেলীয় পুলিশ। সেটি শেয়ার করার সময় সঙ্গে আরও কিছু বাক্য জুড়ে দেন পিটারসন। যার ভাষা একেবারেই মার্জিত ছিল না।

সেই ঘটনায় ভিক্টোরিয়া পুলিশ বেশ চটেছে। পিটারসনের টুইটের উত্তরে তারা জানিয়েছে, এই ঘটনার সঙ্গে কোভিড, টিকাকরণ বা পরীক্ষার কোনও সম্পর্ক নেই। এটি একটি পারিবারিক ঘটনা। যে কারণে ঘটনা বিস্তারিতও জানাতে চায়নি অস্ট্রেলিয়ার পুলিশ। সঙ্গে ভুল তথ্য ছড়ানোর কারণে পিটারসেনকে সতর্ক করেছে তারা।

এবারই প্রথম নয়, এর আগে অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন পিটারসেন। সেখানকার টিকাকরণে শম্বুক গতি এবং লকডাউন নিয়ে একাধিক টুইটে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সমালোচনা করেন তিনি।

টিআইএস