কষ্টার্জিত জয়ে প্রথম রাউন্ড শেষ শেখ জামালের
ছবি : সংগৃহীত
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে সোমবার নিজেদের প্রথম ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২-১ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে। এই ম্যাচ দিয়ে ১৩তম লিগের প্রথম রাউন্ড শেষ হলো।
প্রথম রাউন্ড শেষে বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী,শেখ রাসেল, ঢাকা মোহামেডান ও শেখ জামাল তিন পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে। গোল ব্যবধানে ঢাকা মোহামেডান সবার উপরে। প্রথম রাউন্ডের পাঁচ জয়ী দলের পরের দুই অবস্থান ফেডারেশন কাপের গত দুই আসরের রানার্স আপ সাইফ স্পোর্টিং ও রহমতগঞ্জের।
চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে খুব কষ্টে জয় নিয়ে মাঠ ছেড়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। জয় পাওয়ার লক্ষ্য নিয়েই যেন মাঠে নামে শেখ জামাল। প্রথম থেকেই চট্টগ্রাম আবাহনীর উপর চড়াও হয়ে খেলতে থাকে তারা। ফলে ম্যাচের ৪০ মিনিটেই এগিয়ে যায় তারা। বক্সের বাইরে থেকে উজবেকিস্তানের মিডফিল্ডার লালি জোনোভ ওতাবেকের ফ্রি কিকে সরাসরি জালে জড়ায়।
বিজ্ঞাপন
মিনিট দশেক পর ব্যবধান দ্বিগুণ করে শেখ জামাল। ডান প্রান্ত দিয়ে মনির হোসেনের অসাধারন ক্রসে বক্সের ভেতরে থেকে নূরুল আবসারের হেডে পরাস্ত হন চট্টলার গোলকিপার মো. নাঈম। ৮৩ মিনিটে পেনাল্টি পায় চট্টগ্রাম আবাহনী। বক্সের মধ্যে নিক্সনকে ট্যাকেল করতে গিয়ে বলের ওপরে পড়ে যান শেখ জামালের মনির হোসেন। বল লাগে তার হাতে। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে গোল করে ম্যাচ জমিয়ে তুলেন ব্রাজিলিয়ান নিক্সন রোচা ব্রিজোলারা।
ম্যাচের অন্তিম সময়ে ফ্রি কিক পায় আবাহনী। প্রতিপক্ষের বক্সের মাথা থেকে উজবেক ডিফেন্ডার সুকুর আলীর ডান পায়ে নেওয়া উঁচু বাঁকানো শটটি জামালের গোলকিপার জিয়াউর রহমান ডাইভ দিয়ে প্রতিহত করেন। আর কোন দল গোলের দেখা না পাওয়ায় পূর্ন তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
বিজ্ঞাপন
মঙ্গলবার থেকে লিগের দ্বিতীয় রাউন্ড শুরু হবে। এই রাউন্ডে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে তিনটায় বাংলাদেশ পুলিশের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। সন্ধ্যা ছয়টায় একই ভেন্যুতে ঢাকা আবাহনী লড়বে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে।
এজেড/এমএইচ