ম্যাচের কিছুক্ষণ আগেই পাকিস্তান সফর বাতিলের ঘোষণা দেয় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এতে বেশ বিপাকে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর্থিক ক্ষতি তো আছেই। হুমকির মুখে পড়েছে দেশটিতে পুরো দমে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর চেষ্টাও। 

ফাঁকা সময়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিয়েও চিন্তার ভাঁজ পিসিবির কপালে। এমন সময়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে সেখানে সফর করানোর চেষ্টা করেছে তারা। এমনটি বলছেন পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খান। 

তিনি বলেন, ‘আমাদের চেয়ারম্যান তাদের সঙ্গে ছোটখাটো সফর করা যায় কি না এ বিষয়ে কথ বলেছে। তারাও এই ব্যাপারটি গ্রহণ করার মতো ইচ্ছে জানিয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে ইতোমধ্যে ঠিক করে ফেলা তাদের পরিকল্পনা বদলানো। এছাড়াও তাদের বেশ কয়েকজন ক্রিকেটার বিক্ষিপ্ত অবস্থায় আছে।’

তবে বিশ্বকাপরে আগে এই ‍দুই দেশের সফর করার সম্ভাবনা যে কম সেটিও মনে করিয়ে দিয়েছেন তিনি, ‘তারা তাদের শক্ত অবস্থান দেখিয়েছে (সফর করার ব্যাপারে)। কিন্তু বিশ্বকাপের আগে আসলে সময় অনেক কম। টুর্নামেন্টটি নিয়ে তাদের নির্দিষ্ট পরিকল্পনাও আছে।’ 

নিউজিল্যান্ড সফর বাতিল প্রসঙ্গে ওয়াসিম বলেন, ‘যেহেতু এটা দ্বিপাক্ষীক সিরিজ, কিছুটা হলেও আশা আছে নিউজিল্যান্ড ক্রিকেটের কাছ থেকে ক্ষতিপূরণ পাওয়ার। যদি আমরা সমাধান পাই এটার। আমরা যেটা করতে পারি, আইসিসির কাছ থেকে এই ব্যাপারটা নিশ্চয়তা আশা করতে পারি এমন কিছু আর হবে না। আমরা এমন পরিস্থিতির জন্য তাদের সঙ্গে আলোচনা করব।’

এমএইচ