ইংল্যান্ডের সাবেক কিংবদন্তি ফুটবলার জিমি গ্রিভস চলে গেলেন না ফেরার দেশে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। আজ (রোববার) সকালে নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি। চেলসির হয়ে নিজের খেলোয়াড়ি জীবন শুরু করা গ্রিভস পরবর্তীতে খেলেছেন এসি মিলান, টটেনহ্যাম হটস্পার এবং ওয়েস্ট হ্যামে। 

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে টটেনহ্যাম ও চেলসি। নিজেদের অফিশিয়াল বিবৃতিতে টটেনহ্যাম জানায়, ‘আমরা আমাদের গ্রেট গ্রিভসের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। সে শুধু আমাদের সর্বোচ্চ গোলদাতা নয় বরং তার দেশেও তার মানের খেলোয়াড় কমই দেখা গেছে। তার বলের ওপর দখল ছিল দুর্দান্ত। সে তার জীবনে খুব কম সুযোগই নষ্ট করেছে।’

গ্রিভসের আরেক সাবেক ক্লাব চেলসি নিজেদের শোকবার্তায় বলে, ‘সত্যিকারের একজন অসাধারণ খেলোয়াড়ের মৃত্যুতে আমরা শোকাহত। সে আমাদেরই একজন ছিল।’

ইংল্যান্ড জাতীয় দলের বর্তমান ম্যানেজার গ্যারেথ সাউথগেট জানিয়েছেন আগামী ১২ অক্টোবর হাঙ্গেরির বিপক্ষে যখন মাঠে নামবে তার দল তখন দলের পক্ষ থেকে সম্মাননা জানানো হবে গ্রিভসকে। তিনি আরও বলেন, ‘জিমি এমন একজন খেলোয়াড় ছিল যে সকলেই তার প্রশংসা করত। তাকে সকলেই ভালোবাসত।’ 

ক্যারিয়ারের বড় একটি সময় গ্রিভস কাটিয়েছেন ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারে। ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিকও তিনি। এছাড়া আরও বেশ কয়েকটি রেকর্ডের মালিক বর্ণিল ক্যারিয়ারের অধিকারী এই ইংলিশ স্ট্রাইকার। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি হ্যাটট্রিকের রেকর্ডটিও রয়েছে তার ঝুলিতে। ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে চতুর্থ সর্বোচ্চ গোলদাতাও তিনি। 

ইংলিশ ফুটবলের সবচেয়ে গৌরবময় অর্জন ১৯৬৬ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন প্রয়াত এই ফুটবলার। জাতীয় দলের জার্সি গায়ে ৫৭ খেলায় ৪৪ গোল তার। আর স্পার্সের হয়ে ৩৭৯ ম্যাচে করেছেন ২৬৬ গোল।

এআইএ/এটি