আইপিএলের ১৪তম আসরের দ্বিতীয় অংশ শুরু হতে যাচ্ছে আজ (রোববার)। সংযুক্ত আরব আমিরাতে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি অংশ। আগামীকাল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালরুর বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। দুবাইয়ের হোটেল কোয়ারেন্টাইন শেষে কেকেআরের নেট সেশনে নেমেছেন সাকিব।

কলকাতা তাদের অফিশিয়াল টুইটারে সাকিবের নেট সেশনের ভিডিও প্রকাশ করেছে। ৩৭ সেকেন্ডের এই ভিডিওতে টি টোয়েন্টির নাম্বার ওয়ান অলরাউন্ডার বলেন, ‘আমি আমার মতো করে প্রস্তুতি চালিয়ে যাচ্ছি। দুদিন পর আমাদের ম্যাচ। আমাদের সবাই সমর্থন দিয়ে যান এবার আমরা ভালো করবো।’

গত রোববার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন সাকিব। দুবাইয়ে পা রাখতেই বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হয় তাকে। সেখানে কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে পাঁচদিন। তা শেষ হয়েছে আজ। এরপরই অনুশীলনে চলে এসেছেন তিনি।

বাংলাদেশের হয়ে দুইজন খেলছেন আইপিএলে। পেসার মুস্তাফিজুর রহমান খেলছেন রাজাস্থান রয়েলসের হয়ে। স্থগিত হয়ে যাওয়া আসরে মুস্তাফিজ ভালো করলেও আলো ছড়াতে পারেননি সাকিব। 

আইপিএলের চলতি আসরে সময়টা অবশ্য ভালো কাটেনি সাকিবের। সুযোগ পেয়েছেন মাত্র তিন ম্যাচে, উইকেট নিয়েছেন দুটি আর রান করেছেন মাত্র ৩৮। সে ভাগ্য যে বদলাতে চাইবেন বাকি অংশে।

আরব আমিরাতে যাওয়ার পূর্বে বাংলাদেশের হয়ে বল হাতে দুর্দান্ত পারফর্মেন্স করেছেন সাকিব। সর্বশেষ দুই সিরিজে তার উইকেট সংখ্যা ১১টি। যদিও ব্যাট হাতে আশানুরূপ পারফর্ম্যান্স করতে পারেননি।
 
আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টায় সাকিবের দল কলকাতা মাঠে নামবে। এখন পর্যন্ত ৭ম্যাচ খেলে ২জয় নিয়ে পয়েন্ট তালিকায় ৭ নম্বরে কলকাতা।

এমএফ/এমএইচ