মুস্তাফিজকে দলে রেখে ব্যাটিংয়ে রাজস্থান
আগের ম্যাচে বোলিং করেছিলেন দুর্দান্ত। কিন্তু সেদিন মুস্তাফিজুর রহমানের এমন বোলিংয়ের পরও দিল্লি ক্যাপিটালসকে হারাতে পারেনি রাজস্থান রয়্যালস। সেই হারের গ্লানি পেছনে ফেলে সামনে তাকানোর লক্ষ্যে আজ মাঠে নেমেছে দলটি। প্রতিপক্ষ পয়েন্ট তালিকার তলানির দল সান রাইজার্স হায়দরাবাদ। যথারীতি একাদশে আছেন মুস্তাফিজ।
টসে জিতেছে তার দল রাজস্থান। অধিনায়ক সাঞ্জু স্যামসন নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত। ৯ ম্যাচে চার জয় ও পাঁচ হারে পয়েন্ট টেবিলের সাতে আছে রাজস্থান।
বিজ্ঞাপন
অন্যদিকে সমান ম্যাচ থেকে মাত্র একটি জয় নিয়ে সান রাইজার্স হায়দরাবাদ আছে তালিকার একেবারে তলানিতে। ৯ ম্যাচে ১ জয় ও ৮টি হার নিয়ে তাদের পয়েন্ট মোটে ২!
এমন এক দলের বিপক্ষে জয়টা প্রত্যাশিতই। সেই লক্ষ্যে দলটি একাদশে এনেছে একটি পরিবর্তন। কার্তিক তিয়াগির বদলে একাদশে ঢুকেছেন জয়দেব উনাদকাট।
বিজ্ঞাপন
রাজস্থান একাদশ-
যশস্বী জেসওয়াল, এভিন লুইস, সানজু স্যামসন (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মহীপাল লমরোর, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, ক্রিস মরিস, মুস্তাফিজুর রহমান, চেতন সাকারিয়া, জয়দেব উনাদকাট।
এনইউ