এবার করোনা পরীক্ষা টেস্ট স্কোয়াডের ক্রিকেটারদের
ফাইল ছবি
করোনাকালে ক্রিকেট, খেলোয়াড় থেকে শুরু করে বাড়তি সতর্ক বোর্ডগুলো। এরই মধ্যে আন্তর্জাতিক আঙিনায় পা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে টাইগাররা। শুরুতে ওয়ানডে সিরিজের পর দুই ম্যাচের টেস্ট সিরিজ। এজন্য টেস্ট দলের ডাক পাওয়া ক্রিকেটারদের তৃতীয়বারের মতো করোনা পরীক্ষা সম্পন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রায় ৩১৩ দিন বিরতি পর আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। মাঠে ফিরে বুধবার প্রথম ওয়ানডেতে উইন্ডিজের বিপক্ষে জয় তুলে নিয়েছে অধিনায়ক তামিম ইকবালের দল। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে আগামী ২২ ও ২৫ জানুয়ারি।
বিজ্ঞাপন
এরপর টেস্ট সিরিজে মাঠে নামবে অধিনায়ক মুমিনুল হকের দল। এজন্য আগেই ২০ সদস্যের প্রাথমিক দল দিয়েছে বিসিবি। সেখান থেকে মূল দল ঘোষণা হবে। টেস্ট সিরিজের সূচি দেরিতে থাকায় তিন পেসার আবু জায়েদ, এবাদত হোসেন ও খালেদ আহমেদ ছাড়া স্কোয়াডের বাকি সদস্যরা জৈব সুরক্ষা বলয়ের বাইরে ছিলেন। এই তিন সদস্য সুরক্ষা বলয়ে থাকলেও ওয়ানডে দলের সঙ্গে টিম হোটেলে ওঠেননি। ছিলেন মিরপুরের অ্যাকাডেমি ভবনে।
টেস্ট সিরিজ সামনে আসায় বাকিরাও সুরক্ষে বলয়ে ঢুকতে শুরু করেছেন। এজন্য আগে দুবার করোনা পরীক্ষা করিয়েছেন তারা। সেখানে সবার ফলই নেগেটিভ এসেছে। টেস্ট দলের স্কোয়াডে থাকা যেসব ক্রিকেটার ওয়ানডে সিরিজে আছেন, তারা তো আগে থেকেই সুরক্ষা বলয়ে আছেন। বাকিদের বৃহস্পতিবার থেকে তৃতীয়বারের মতো করোনা পরীক্ষার নমুনা নিয়েছে বিসিবি। এই দফায় নেগেটিভ সনদ হাতে পেলে টিম হোটেলে উঠবেন মুমিনুল হক, নাঈম হাসানরা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার গণমাধ্যমকে বিসিবির চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী বলেন, ‘এর আগে টেস্ট দলের সদস্যদের দুইবার করোনা পরীক্ষা করা হয়েছে। প্রথমটি হয়েছিল ১৭ জানুয়ারি, দ্বিতীয়টি ১৯ জানুয়ারি। দুই পরীক্ষায় সবাই নেগেটিভ এসেছে। আজ (২১ জানুয়ারি) তৃতীয় ও শেষ টেস্ট নেওয়া হয়েছে। এখানে যারা নেগেটিভ হবেন, তারা চট্টগ্রামে যাবেন।’
টিআইএস/এমএইচ