ছবি: সংগৃহীত

তৃতীয় বিভাগের দল আলকায়ানোর কাছে রিয়ালের হার হার। তাও জয়সূচক গোলটি করার আগে পরের দশ মিনিটে পুঁচকে আলকায়ানো খেলেছে দশ জন নিয়ে।  কোচ জিনেদিন জিদান এই হারের দায় মাথা পেতে নিলেও এই হারে ‘লজ্জার কিছু নেই’ দলের বলে জানিয়েছেন।

নিজেদের মাঠে ৪৫ মিনিটে এগিয়ে গেলেও ৮৯ মিনিটে গোল হজম করে রিয়াল, খেলা গড়ায় যোগ করা অতিরিক্ত সময়ে। ১১০ মিনিটে রিয়ালের একজনকে ফাউল করে লাল কার্ড দেখেন স্বাগতিক ফরোয়ার্ড র‍্যামন লোপেজ। আলকায়ানো জয়সূচক গোলটা পায় এরপরই। 

তবে এই জয়ে খেলোয়াড়দের দায় দেখছেন না জিদান। বললেন, ‘আমরা চেষ্টা করেছি। খেলোয়াড়রা মাঠে তাদের সবটুকু ঢেলে দিয়েছে।’

কোচ হিসেবে অবশ্য দায় মেনে নিয়ে জিদান জানালেন, এই হার দলের জন্যে মোটেও লজ্জার কিছু নয়! 

আমি দলের কোচ, দায়টা আমার। এই হারের পেছনে আমি দায়ী। একটা তৃতীয় বিভাগের দলের বিপক্ষে খেলেছি আমরা আর আমাদের জয় পাওয়াটা উচিত ছিল, তা পাইনি। তাই বলে এই হারটা লজ্জার কিছু হয়ে যায়নি। আমি শান্ত আছি। আগামী কিছু দিনে কী হবে তার অপেক্ষায় আছি।

জিনেদিন জিদান, রিয়াল মাদ্রিদ কোচ

 

রিয়াল কোচ আরও যোগ করেন, ‘এটাই ফুটবল। এমন অনেক ব্যাপার আছে যা ফুটবলারদের জীবনে ঘটে থাকে। আমরা যদি দ্বিতীয় গোলটা পেয়ে যেতাম, তাহলে খেলাটার ফলাফল ভিন্ন কিছু হতে পারতো। তাদের গোলরক্ষক দুই তিনটি ভালো চেষ্টা আটকে দিয়েছে।’

এই হারের আগের ম্যাচেই জিদানের শিষ্যরা অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল সুপারকোপা দে এস্পানা থেকে। এই হারের ফলে এক সপ্তাহের ব্যবধানে আরও একটি শিরোপা থেকে বিদায় রিয়ালের। তবে জিদান জানালেন, দল এখনো শান্তই আছে। 

রিয়াল কোচের ভাষ্য, ‘এটা আরেকটা দুঃখজনক দিন, আমরা কোপা থেকে বিদায় নিয়েছি। এটা কঠিন এক দিন। কিন্তু আমরা এখন পাগল হয়ে যাচ্ছি না। আমরা ভাবতে থাকবো আর কাজ করে যেতে থাকবো।’

এনইউ/এটি