কুমিল্লা যেন অর্ধেক মোহামেডান, বাকিটা বসুন্ধরার
ছবি : ঢাকা পোস্ট
ম্যাচ শুরু হতে ঘণ্টাখানেকের বেশি বাকি। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়াম প্রাঙ্গনে উৎসুক জনতার ভিড় তখনই উপচে পড়া। ঢাকা মোহামেডান ও সাইফ স্পোর্টিংয়ের ম্যাচ নিয়ে আগ্রহ কুমিল্লার ফুটবলপ্রেমীদের মধ্যে। করোনা পরিস্থিতির জন্য বৃহস্পতিবারের ম্যাচের স্বাগতিক মোহামেডান অল্প টিকিট ছেড়েছে।
এর মধ্যেও প্রায় হাজার জনেক দর্শকের উপস্থিতি। অ্যাওয়ে ম্যাচ খেলতে আসা সাইফ স্পোর্টিংয়ের সমর্থকরা হলুদ-কালো ডোরা জার্সি গায়ে বসুন্ধরার গ্যালারীর অংশে উপস্থিত ছিলেন।
গত মৌসুমে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামের একক ভেন্যু ছিল ঢাকা মোহামেডানের। সদ্য প্রয়াত সাবেক ফুটবলার বাদল রায়ের উদ্যোগেই প্রিমিয়ার লিগে এই ভেন্যুও আত্মপ্রকাশ। এবার মোহামেডানের সঙ্গে এই ভেন্যুর স্বাগতিক রয়েছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
বিজ্ঞাপন
গ্যালারির দিকে নজর গেলে চোখ জুড়িয়ে যাবে। পশ্চিম পাশের গ্যালারি সাদা কালো রঙে সজ্জিত। বিপরীত পাশে পূর্ব দিকে বসুন্ধরার লালে লাল। প্রায় হাজার দশেক ধারণ ক্ষমতা সম্পন্ন সাধারণ গ্যালারির অর্ধেক বসুন্ধরার অর্ধেক মোহামেডানের।
কুমিল্লার এই স্টেডিয়ামটি মূলত ছিল ক্রিকেটের জন্য। গত বছর থেকে ফুটবলের জন্য নির্ধারিত হওয়ায় মাঠের পরিচর্যা করেছিল মোহামেডান। বসুন্ধরা কিংসকে হারিয়ে এই ভেন্যুর যাত্রা শুরু করেছিল তারা। পরবর্তীতে করোনার কারণে লিগ স্থগিত হওয়ায় সেখানেই সমাপ্তি। এবার ঢাকা মোহামেডান ও বসুন্ধরার হোম ভেন্যু হওয়ায় দুই লেগ মিলিয়ে ২২ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামের মাঠের আয়তন দৈর্ঘ্য প্রস্থে ১০৫/৬৮। মোহাম্মদ ইয়াহিয়া গত এক মাস পরিশ্রম করে মাঠের সামগ্রিক অবস্থার উন্নতি করেছেন। কুমিল্লার ভেন্যু দিয়ে ঢাকার বাইরে এবারের লিগ শুরু হলো।
মোহামেডানের দলনেতা আবু হাসান চৌধুরি প্রিন্স বলেন, ‘মোহামেডানের সঙ্গে কুমিল্লার একটি ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে। মোহামেডানের অনেক তারকা ফুটবলার কুমিল্লা থেকে এসেছে। গত বছর যখন আমরা সংকটে ছিলাম, তখন আমাদের কিংবদন্তি বাদল দা কুমিল্লা ভেন্যুর উদ্যোগ নেন এবং আমরা ঘুরে দাড়াই।’
প্রিয় ক্লাব মোহামেডানের খেলা দেখতে এসে বাংলার ম্যারাডোনা খ্যাত সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির বলেন, ‘আমরা কুমিল্লায় দারুণ মানিয়ে নিয়েছি। বাদল দা’র সম্মানে আমরা কুমিল্লা ভেন্যুতে দীর্ঘদিন থাকব।’
এই মৌসুমে কুমিল্লা ভেন্যুতে বৃহস্পতিবারই প্রথম ম্যাচ হচ্ছে। ম্যাচ শুরুর আগে এই ভেন্যুতে লিগের আনুষ্ঠানিক উদ্বোধনের সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সময় জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও সংগঠক বাদল রায়ের জন্য এক মিনিট নিরবতা পালন করা হয়।
এজেড/এমএইচ/এটি