ছবি : বিসিবি

প্রত্যাবর্তনের সঙ্গে ওয়ানডে সুপার লিগের শুরুটা বেশ দুর্দান্ত হয়েছে বাংলাদেশ দলের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি জিতে এগিয়ে গেছে ১-০ ব্যবধানে। তামিম ইকবালের দল সিরিজ জয়ের লক্ষ্যে আজ শুক্রবার খেলছে দ্বিতীয় ওয়ানডেতে। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে চলা এই ম্যাচের লাইভ আপডেট দিয়েছে ঢাকা পোস্ট

সিরিজ নিশ্চিত তামিমদের

নিরুত্তাপ ম্যাচ, যেন ফলাফলটা আগেই জানা। উচ্ছ্বাস নেই, নেই শঙ্কা। খেলার শুরু থেকে শেষ অবধি, বাংলাদেশেরই পুরোটা। মাঝে তামিমের ফিফটি, লিটনের সম্ভাবনা জাগিয়েও আউট হওয়া, শান্তর ফের একই ভুল আর সাকিবের পুরোপুরি রানে ফেরা। দ্বিতীয় ওয়ানডের হাইলাইটস এতটুকুই। ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ আগেই টাইগারদের সিরিজ নিশ্চিত হয়েছে।

তামিমের ফিফটি

আগের ম্যাচে করেছিলেন ৪৪ রান। আনুষ্ঠানিকভাবে ওই ম্যাচেই প্রথমবার অধিনায়কত্ব করেছিলেন, জয়ও এসেছে দলের। দ্বিতীয় ওয়ানডেতে জিতলে নিশ্চিত হবে তামিমের নেতৃত্বে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয়। যেটার পথে দলকে ভালোভাবেই সহায়তা করেছেন তামিম। তুলে নিয়েছেন ফিফটি। যদিও এরপর আর উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। রেমন রেফারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। অধিনায়কের ফিফটিতে জয়ের পথেই রয়েছে বাংলাদেশ। ২৫ ওভার এক বলে তিন উইকেট হারিয়ে ১০৯ রান তুলেছে বাংলাদেশ। জয়ের জন্য প্রয়োজন আর ৪০ রান।

শান্ত আউট, লড়াইয়ে তামিম

আগের ম্যাচেও আউট হয়েছিলেন হার্ড হ্যান্ডে খেলতে গিয়ে। দ্বিতীয় ওয়ানডেতেও আউট হলেন প্রায় একই ভাবে। যেটাকে বলা চলে ‘সিম্পল’ আউট। হার্ড হ্যান্ডে খেলতে গিয়ে জেসন মোহাম্মদের বলে ক্যাচ তুলে দিয়েছেন অটলির হাতে। ২ চারে ২৬ বলে ১৭ রান করে সাজঘরে ফিরে গেছেন সাকিব আল হাসানের জায়গায় তিনে খেলা শান্ত। অন্য প্রান্তে লড়ছেন অধিনায়ক তামিম। ১৬ ওভার তিন বলে ৪৯ বলে ৩৫ রান করে অপরাজিত আছেন তিনি। বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ৭৭ রান।

ফিরলেন লিটন

ভালোই খেলছিলেন। ৪ চারে ২৩ বলে করেছিলেন ২২ রান। তখনই এলবিডব্লিউয়ের ফাঁদে পড়লেন আকিল হোসেনের বলে। আগের ম্যাচেও যিনি ভুগিয়েছিলেন বাংলাদেশকে। লিটন অবশ্য রিভিউ নিয়েছিলেন। তাতে কাজের কাজ কিছু হয়নি। রিভিউতে দেখা গেছে বল লেগেছে লেগ স্টাম্পের কোণাতে। রিভিউ হারাতে হয়েছে বাংলাদেশকে।

ব্যাটিংয়ে তামিম-লিটন

১৪৯ রানের লক্ষ্য নিয়ে ইনিংস শুরু করেছে বাংলাদেশ। তামিম ইকবাল ও লিটন দাস মুখোমুখি হয়েছেন আলজারি জোসেফ ও কাইল মেয়ার্সের উদ্বোধনী বোলিং জুটির।

অলআউট উইন্ডিজ, বাংলাদেশের লক্ষ্য ১৪৯ রানের

পিচের অবস্থা, উইন্ডিজের যাচ্ছেতাই ব্যাটিং, বাংলাদেশের উইকেট-উৎসব; সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সব যেন হচ্ছে প্রথম ম্যাচের চিত্রনাট্য মেনে। দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়েছে ১৪৮ রানে। তাতে বাংলাদেশের লক্ষ্যটা দাঁড়াল ১৪৯ রানের।

আলজারি জোসেফ খেলছিলেন সাবলীলভাবেই। কিন্তু হঠাৎই যেন মুস্তাফিজের শর্ট বলে হকচকিয়ে গেলেন। অফ স্ট্যাম্পের অনেক বাইরে বেরিয়ে যেতে থাকা বলটায় ছোঁয়ালেন ব্যাট, তা গিয়ে জমা পড়লো গালিতে থাকা লিটনের হাতে। মুস্তাফিজের দ্বিতীয় শিকার হয়ে ব্যক্তিগত ১৭ আর দলীয় ১২০ রানে নবম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন জোসেফ।

সফল রিভিউতে মিরাজের তিন

মিডল আর অফ স্ট্যাম্পে মিরাজের করা বলটা সোজা হয়ে ঢুকলো, ব্যাটের কোনা এড়িয়ে আঘাত করলো রেমন রেইফারের প্যাডে। এলবিডব্লিউর আবেদনে আম্পায়ার সাড়া দেননি। রিভিউতে সফলতা এলো, মিরাজ পেলেন ব্যক্তিগত তৃতীয় উইকেট। ওয়েস্ট ইন্ডিজ ৮৮-৮।

এবার হাসানের হানা

এনক্রুমাহ বোনার ত্রাস ছড়াচ্ছিলেন। জেসনের উইকেটের পরের বলেই চার মেরে ইঙ্গিত দিচ্ছিলেন প্রতি-আক্রমণের। অভিষেক ম্যাচে তিন উইকেট শিকার করা হাসান মাহমুদের ‘করিডোর অফ আন্সার্টেইন্টি’তে করা বলটাতেও তাই ব্যাট চালালেন সপাটে। পড়তে ভুল করলেন। নিচের কোনায় লেগে বলটা ভাঙলো উইকেট। ‘প্লেড অন’ হয়ে ব্যক্তিগত ২০ রানে ফিরলেন বোনার। ম্যাচে প্রথম উইকেটটা পেলেন হাসান।

সাকিবের দুই, উইন্ডিজের ছয়

সামনের পায়ে রক্ষণ করতে এসে ক্যারিবীয় অধিনায়ক সম্ভবত আরেকটু টার্ন আশা করেছিলেন। হলো না, সাকিবের বলটা সোজা গিয়ে লাগলো সামনের প্যাডে। এলবিডব্লিউর আবেদন এবং আউট। জেসন ফিরলেন ১১ রানে, সাকিব পেলেন দ্বিতীয় উইকেটের দেখা। ৬৭ রানে ওয়েস্ট ইন্ডিজের ষষ্ঠ ব্যাটসম্যান সাজঘরে।

রান আউট হয়ে ফিরছেন মেয়ার্স, বিপাকে উইন্ডিজ

মিড উইকেটে বলটা ঠেলে একটা ‘কুইক সিঙ্গেল’ চুরি করতে চেয়েছিলেন জেসন মোহাম্মদ। নাজমুল হোসেন শান্তর দ্রুত থ্রোতে সেটা হলো না, উল্টো আরও একটা উইকেট খোয়াল উইন্ডিজ। রানের খাতা খোলার আগেই ফিরছেন প্রথম ম্যাচে উইন্ডিজের সর্বোচ্চ রান সংগ্রাহক কাইল মেয়ার্স। ওয়েস্ট ইন্ডিজ ৪১-৫

‘উৎসবে’ যোগ দিলেন সাকিব

প্রথম ওভার করতে আসা সাকিবের করা বলটা অফ স্ট্যাম্পের একটু বাইরে পড়ে ফিরছিলো ভেতরে। স্লগ সুইপের চেষ্টা করেও ব্যর্থ হন আন্দ্রে ম্যাকার্থি, খেসারত দিয়ে হারান উইকেটটা। ৩৯ রানে চতুর্থ উইকেট হারায় উইন্ডিজ।

মিরাজের জোড়া আঘাত

অভিষিক্ত ওপেনার কজর্ন ওটলি ভয় ছড়াচ্ছিলেন। তবে অফ স্ট্যাম্পের বাইরের এক নিরীহদর্শন বলে ফেরালেন মেহেদী হাসান মিরাজ। এক্সট্রা কভারে তামিম ইকবালের হাতে ক্যাচ দিয়ে ২৪ রানে ফেরেন তিনি। এর তিন বল পর উইকেটরক্ষক ব্যাটসম্যান জশুয়া ডি সিলভার রক্ষণ দারুণ এক আর্মারে ভাঙেন মিরাজ, শূন্য হাতে সাজঘরে ফেরেন জশুয়া। দলীয় ৩৭ রানে তৃতীয় উইকেট হারায় সফরকারী উইন্ডিজ।

দ্বিতীয় ম্যাচেও শুরুটা মুস্তাফিজেরই

দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ে নেমে শুরুটা দেখেশুনেই করেছিল উইন্ডিজ। তবে প্রথম ম্যাচের মতো এদিনও শুরুতে মুস্তাফিজের আঘাত হজম করলো দলটি। মুস্তাফিজের বলে গালিতে মেহেদি হাসান মিরাজের হাতে ক্যাচ দিয়ে ছয় রান করে ফিরছেন ওপেনার সুনীল অ্যামব্রিস।

অপরিবর্তিত দল বাংলাদেশের, উইন্ডিজে পরিবর্তন এক

উইনিং কম্বিনেশনধরে রেখেছে বাংলাদেশ। অন্যদিকে প্রথম ম্যাচ থেকে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে উইন্ডিজ। শেমার হোল্ডারের পরিবর্তে খেলছেন কজর্ন অটলে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

উইন্ডিজ একাদশ: জেসন মোহাম্মদ (অধিনায়ক), সুনীল অ্যামব্রিস, এনক্রুমাহ বোনার, জশুয়া ডি সিলভা, কজর্ন অটলে, আকিল হোসেইন, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকার্থি, রভম্যান পাওয়েল ও রায়মন রেইফার।

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডেতে আজ সফরকারী ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে হেরেছেন অধিনায়ক তামিম ইকবাল। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক জেসন মোহাম্মদ।

এনইউ/এমএইচ/এটি