ছবি : বিসিবি

তামিম ইকবাল টুর্নামেন্টে তার দল নিয়ে হতাশার কথা জানিয়েছিলেন আগেই। বাঁচা-মরার ম্যাচে এসে সেই তিনিই ডুবালেন দলকে। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের এলিমেনটরে বেক্সিমকো ঢাকার বিপক্ষে ৯ রানে হেরে গেছে ফরচুন বরিশাল। এই জয়ে কোয়ালিফায়ারে ঢাকা। গাজী গ্রুপ চট্টগ্রাম ও জেমকন খুলনার ম্যাচের বিজিত দলের মুখোমুখি হবে মুশফিকের দল। এই ম্যাচে জিতলে দল পাবে ফাইনালের টিকিট।

১৫১ রানের লক্ষ্যে খেলতে নেমে ১১ ওভার ক্রিজে থেকে ২৮ বলে ২২ রান করেছেন দলটির অধিনায়ক তামিম। তার এমন ইনিংসের পর আফিফ হোসেন ধ্রুবর ৩৫ বলে ৫৫ রানের ইনিংসও কোনো কাজে আসেনি। 

তিনি ছাড়া আর কোনো ব্যাটসম্যান উইকেটে থিতুও হতে পারেননি বরিশালের। নির্ধারিত ২০ ওভার খেলে তাই তাদের থামতে হয় ১৪১ রানে। ঢাকার হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন শফিকুল ইসলাম ও আল আমিন জুনিয়র। 

এর আগে টস হেরে ব্যাট করতে নামা ঢাকার ইনিংস উদ্বোধনে আসেন নাঈম শেখ ও সাব্বির রহমান। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাঈম বরিশালের বিপক্ষে ফেরেন ১১ বলে মাত্র ৫ রান করে। আরেক ওপেনার সাব্বিরও করেন ১৪ বলে মাত্র ৮ রান। 

দুই ওপেনারের ব্যর্থ হওয়ার পর তিন নম্বরে খেলতে নামা আল আমিন সাজঘরে ফেরেন শূন্য রানে। এরপর দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও ইয়াসির আলি রাব্বি। ৪ চার ও ১ ছক্কায় ৩০ বলে ৪৩ রান করে মুশফিক আউট হলেও ফিফটি তুলে নেন ইয়াসির। 

৩ চার ও ২ ছক্কায় ৪২ বলে ৫৪ রান করে শেষ ওভারের প্রথম বলে আউট হন তিনি। মাঝখানে আকবর আলীর ৯ বলে ২১ রানের ঝড়ে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ১৫০ রানের সংগ্রহ পায় ঢাকা। বরিশালের পক্ষে ৪ ওভার বল করে ৩২ রান দিয়ে দুই উইকেট পান মেহেদী হাসান মিরাজ। 

এমএইচ