দিন পাঁচেক পরই শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। এর আগে প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মাহমুদউল্লাহ রিয়াদের ‍অনুপুস্থিতিতে অধিনায়ক হওয়া লিটন দাস।

আগে ব্যাট করতে নেমে ১৬ রান করে সাজঘরে ফেরত যান লিটন। দুশমন্থ চামিরার বলে আউট হন তিনি। নিজের ইনিংসকে বড় করতে পারেননি আরেক ওপেনার নাঈম শেখও। ১১ রান করে মাহেশ থিকসানার বলে সাজঘরে ফেরত যান তিনি।

পাওয়ার প্লের ছয় ওভারে ৪১ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ। এরপর আউট হয়েছেন মুশফিকুর রহিমও। ১৩ রান করে দাসুন শানাকার বলে আউট হন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে হলেও এই ম্যাচটির কোনো সরাসরি সম্প্রচার হচ্ছে না। শেষ খবর পাওয়া পর্যন্ত ১১তম ওভারে ৮১ রানে তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৩ রান করে আফিফ ও সৌম্য অপরাজিত আছেন ২১ রান করে।

এমএইচ