পেইনকে অশ্বিনের খোঁচা
ফাইল ছবি
এবারের অস্ট্রেলিয়া সফরে ইতিহাসই গড়ে ফেলেছে ভারতীয় ক্রিকেট দল। ইনজুরির মিছিলে যুক্ত হয়েছে একের পর এক তারকা খেলোয়াড়ের নাম, আর সঙ্গে যেন আরও বেশি চোয়ালবদ্ধ হয়েছেন আজিঙ্কা রাহানেরা। মাঠের সঙ্গে তাদের লড়তে হয়েছে বাইরের অনেক বিষয়েও।
বর্ণবাদী আচরণ তো বটেই, সহ্য করতে হয়েছে অস্ট্রেলিয়ানদের স্লেজিংও। হনুমা বিহারিকে নিয়ে সিডনি টেস্ট ড্র করতে যখন লড়ছেন রবীচন্দ্রন অশ্বিন, তখন অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইন হুমকি দিয়ে তাকে বলেছিলেন ‘অ্যাশ, গ্যাবা টেস্টের জন্য অপেক্ষা করতে পারছি না।’
বিজ্ঞাপন
মূলত ব্রিজবেনের গ্যাবায় নিজেদের অপরাজেয় থাকার রেকর্ডের জন্যই এমনটি বলেছিলেন পেইন। ১৯৮৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের পর আর কখনোই এই মাঠে হারেনি অজিরা। সেই ব্রিজবেনেই তাদের হারিয়ে সিরিজ হারের লজ্জা দিয়েছে ভারত।
সম্প্রতি ওই সিরিজের আদ্যপান্ত নিয়ে এক ভার্চুয়াল আড্ডায় বসেন অশ্বিন। সেখানেই অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইনকে ওই ঘটনার জন্য খোঁচা দিয়েছেন ভারতীয় এই অফস্পিনার।
তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখার পরেই তারা আমাদের বারবার গ্যাবা দুর্গের কথা মনে করিয়ে দিচ্ছিলো। স্বাগতম জানিয়েছিলো গ্যাবায়। কিন্তু সেই দুর্গ আমরা ভেঙ্গে দিয়েছি।’
বিজ্ঞাপন
অশ্বিন পেইন প্রসঙ্গে বলেন, ‘টিম পেইন স্ট্যাম্পিং সুযোগ ছাড়ার পর থেকেই তাকে পছন্দ করতে শুরু করেছি। সে আমাদের আমন্ত্রণ জানিয়েছিলো এবং আদর্শ আমন্ত্রনদাতার মত স্ট্যাম্পিং ছেড়ে আমাদের সিরিজ উপহার দিয়েছে। আমি মজা করে বলতেই পারি যে সে আমাদের ২-১ এ সিরিজ জিততে সহায়তা করেছে।’
এমএইচ