ফাইল ছবি

করোনা মহামারীর দীর্ঘ বিরতি কাটিয়ে অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ভারতে। আগামী মাসের শুরুতেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে নামছে দল। তবে দর্শকদের সহসাই পাচ্ছেন না পাচ্ছে না ভারত, জানিয়েছে স্থানীয় ক্রিকেট বোর্ড। সিরিজের দুই ম্যাচে গ্যালারিতে দর্শক থাকবে না, এটা নিশ্চিত করেছে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন। ম্যাচ দুটো হচ্ছে ৫ ও ১৩ ফেব্রুয়ারি।
 
বাকি দুই টেস্টেও দর্শক থাকবে না তাও একরকম নিশ্চিত, শুধু আনুষ্ঠানিক ঘোষণাটা বাকি। করোনা পরিস্থিতিতে পৃথিবীর সবচাইতে বেশি আক্রান্ত দেশগুলোর একটি ভারত। আক্রান্তের হারটা কমেছে শেষ কয়েক মাসে, তবে নতুন ধরনের সংক্রমণের শঙ্কা এখনো উড়িয়ে দেয়া যাচ্ছে না, ফলে দর্শক মাঠে না আনার ব্যাপারটা একরকম নিশ্চিতই     

এই দুই টেস্টের একটি দিবা-রাত্রির ম্যাচ হওয়ার সম্ভাবনা আছে। যদিও কোন টেস্টটি হবে, সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ। 

ইংল্যান্ডের বিপক্ষে ভারতের আসন্ন সিরিজটি দুই দলের জন্যেই বেশ গুরুত্ববহ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অভিষেক আসরে ফাইনালের দৌড়ে যে আছে দুই দলই! অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে সিরিজ জিতে আসা ভারত নিশ্চিতভাবেই এ সিরিজ শুরু করবে ফেভারিট হিসেবে।

ভারত অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের নিচে থাকলেও ফাইনালের আশাটা এখনো পুরোপুরি মিলিয়ে যায়নি ইংল্যান্ডের জন্য। ফলে এ সিরিজে সফরকারী ইংল্যান্ডও নামবে ইতিবাচক ফলাফলের লক্ষ্য মাথায় নিয়ে। সিরিজের প্রথম টেস্টে আগামী ৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে দুই দল।

এনইউ