এখনো উন্নতির জায়গা দেখছেন তামিম
ছবি : সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতেই এসেছে বড় ব্যবধানে জয়। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং তিন বিভাগেই দাপট দেখিয়ে জিতেছে বাংলাদেশ। তাতে নিশ্চিত হয়েছে সিরিজও। সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ক্যারিবীয়দের হোয়াইট ওয়াশ করার মিশনে নামবে টাইগাররা।
আগের দুই ম্যাচে জিতলেও এখনো উন্নতির জায়গা দেখছেন অধিনায়ক তামিম ইকবাল। বোলিং ও ফিল্ডিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে একটু বাড়তি উন্নতি করতে হবে বলে মনে করেন তিনি। ভালো শুরুর পরও সেটা এগিয়ে নিতে না পারার আক্ষেপ বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে।
বিজ্ঞাপন
এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি নিশ্চিত উন্নতির অনেক জায়গা আছে। নিখুঁত ম্যাচ খেলা খুবই কঠিন। আমার মনে হয় আমরা তিন ডিপার্টমেন্টেই উন্নতি করতে পারবো। আমরা আরেকটু ভালো বোলিং করতে পারি, আরেকটু ভালো ফিল্ডিং করতে পারি। এবং ব্যাটিংয়ে আমরা ভালো শুরু পাচ্ছি কিন্তু সেটিকে বড় করতে পারছি না, শেষ করতে পারছি না। এই জায়গাগুলোতে আমাদের উন্নতি করে যেতে হবে।’
আইসিসির নতুন নিয়মে প্রতিটি ওয়ানডেই গুরুত্বপূর্ণ। টেস্ট চ্যাম্পিয়নশিপের পাশাপাশি ওয়ানডে চ্যাম্পিয়নশিপও চালু করেছে তারা। উইন্ডিজদের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে জিতে ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে আছে বাংলাদেশ। ওয়ানডে চ্যাম্পিয়নশিপ চলে আসাতে আরও বেশি উন্নতি করতে হবে বলে মনে করেন তামিম।
তিনি বলেন, ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ চলে আসায় ওয়ানডে এখন এমন একটি ফরম্যাট যেখানে সরাসরি বিশ্বকাপ খেলতে হলে আপনাকে প্রতিনিয়ত উন্নতি করতে হবে। আপনি জানেন যে আপনাকে এওয়ে কন্ডিশনে খেলতে হবে যেটি সব সময়ই কঠিন। সুতরাং আপনাকে নিশ্চিত করতে হবে যে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সময় সবগুলো বক্সে আপনি টিক দিতে পারছেন।’
বিজ্ঞাপন
এমএইচ