ফাইল ছবি

১৬-১৯ ফেব্রুয়ারি জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এবারের জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপ ঢাকার বাইরে হবে। বিষয়টি নিশ্চিত করেছেন হ্যান্ডবল ফেডারেশনের কোষাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর।

তিনি বলেন, ‘এবার ১২টি দল অংশগ্রহণ করবে। নড়াইল স্বাগতিক হতে আগ্রহী। এজন্য আমরা নড়াইলকে স্বাগতিক হিসেবে বেছে নিয়েছি।’ 

সম্প্রতি জাতীয় পুরুষ হ্যান্ডবল অনুষ্ঠিত হয়েছে। পুরুষ হ্যান্ডবলে পুলিশ খেলার মধ্যে বয়কট করায় আনসার চ্যাম্পিয়ন হয়।হ্যান্ডবল ফেডারেশন অবশ্য এখনো সেই ব্যাপারে কোনো ডিসিপ্লিনারি সিদ্ধান্ত নিতে পারেনি।

১-১০ এপ্রিল বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস। বাংলাদেশ গেমস সাধারণত জাতীয় চ্যাম্পিয়নশিপ হিসেবে গণ্য হয়। ইতোমধ্যে অ্যাথলেটিক্স ফেডারেশন জাতীয় চ্যাম্পিয়নশীপ করেছে। হ্যান্ডবল করতে যাচ্ছে। 

এই বিষয়ে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপমহাসচিব ও হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর বলেন,‘আমরা নারী চ্যাম্পিয়নশিপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি, অলিম্পিকের সিদ্ধান্তের আগেই। এজন্য আমরা হ্যান্ডবল ফেডারেশন জাতীয় চ্যাম্পিয়নশীপে মাত্র ১২ দল নিয়ে করছি। বাংলাদেশ গেমসে কলেবর আরও বাড়বে। অন্যান্য ফেডারেশনও হয়তো এই নীতিই অনুসরণ করবে।’

নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আরেকজন উপমহসাচিব। তিনি হ্যান্ডবলের আয়োজন সম্পর্কে বলেন, ‘নড়াইল দেশের ক্রীড়াঙ্গনের উর্বর ভূমি। দেশের ছয়টি ডিসিপ্লিনের জাতীয় দলের অধিনায়ক ছিলেন নড়াইলের। হ্যান্ডবল দেশের জনপ্রিয় খেলা। আমরা নড়াইল ক্রীড়া সংস্থা খুবই খুশি হ্যান্ডবল ফেডারেশন আমাদের ভেন্যু দেয়ায়।’

১-১০ এপ্রিল বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস উপলক্ষ্যে ইতোমধ্যে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন প্রস্তুতি নেয়া শুরু করেছে।বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের দুই উপমহাসচিবের বাংলাদেশ গেমসের প্রস্তুতি সম্পর্কে বলেন, ‘গত বছরই আমাদের সকল প্রস্তুতি নেওয়াই ছিল। উপ কমিটিও ছিল। তারা সভায় বসবে। তারা প্রয়োজনীয় নির্দেশনা ও রিপোর্ট স্টিয়ারিং কমিটিতে পাঠাবে। ’

উল্লেখ্য, গত বছর ১-১০ এপ্রিল বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। করোনাভাইরাসের জন্য গেমস স্থগিত হয়। সেই নবম বাংলাদেশ গেমস এই বছর অনুষ্ঠিত হচ্ছে। 

এজেড/এমএইচ