বাবর-রিজওয়ানের তাণ্ডবে পাকিস্তানের রানের পাহাড়
মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম/গেটি ইমেজ
বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানের দুই জোড়া হাতে যেন লেগেছে মাইডাসের ছোঁয়া। যা ছুঁচ্ছেন তাই সোনা হয়ে যাচ্ছে। না, পৌরাণিক গল্পের নায়ক মাইডাসের মতো তা কোনো বিপত্তি অবশ্য বয়ে আনছে না তাদের কিংবা পাকিস্তানের জন্য। নামিবিয়ার বিপক্ষেও দারুণ এক জুটি গড়লেন এ দুজন, তাতেই রানের পাহাড় গড়ল পাকিস্তান।
টস জিতে ব্যাট করতে নামা পাকিস্তানকে অবশ্য শুরুতে বেশ চাপেই রেখেছিল নামিবিয়া। দারুণ লাইন লেন্থে বল করে বাবর-রিজওয়ানকে আটকে রেখেছিলেন ফ্রাইলিঙ্ক-ভিসারা। তবে শুরুর ঝাপটাটা ভালোই সামলেছেন বাবর আর রিজওয়ান। শুরুর দশ ওভারে রান উঠেছে ওভারপ্রতি ছয়েরও কম করে, কিন্তু উইকেট হারাননি একটিও। সেটা শেষ দশ ওভারে কাজে লাগিয়েছে পাকিস্তান।
বিজ্ঞাপন
দশ ওভারের পরেই রানের গতি বাড়িয়েছেন বাবর-রিজওয়ান। ৪৯ বলে ৭০ রান তুলে বাবর যখন ডেভিড ভিসের শিকার হয়ে ফিরছেন সাজঘরে, তখন জুটির সংগ্রহ দাঁড়িয়েছিল ৮৬ বলে ১১৩ রানে।
পরের ওভারে ফখর জামানও ফেরেন অল্প রানে। ইনিংসের প্রথম চল্লিশ বলে বেশ ধীরগতির ব্যাট করা রিজওয়ান টিকে ছিলেন অন্য পাশে। তবে ফখরের ফেরার পরই পুরোপুরি অন্য চেহারায় দেখা যায় তাকে। অভিজ্ঞ হাফিজকে সঙ্গে নিয়ে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন নামিবীয় বোলারদের ওপর।
বিজ্ঞাপন
নিজের খেলা শেষ দশ বলে তুলেছেন ৩৫ রান। শেষ ওভারেই তুলেছেন ২৪। এর আগ পর্যন্ত তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন হাফিজ। তুলেছেন ৩২ রান ২০০ স্ট্রাইক রেটে। দু’জনের দারুণ ব্যাটিংয়ে শেষমেশ পাকিস্তানের পুঁজিটা দাঁড়ায় ১৮৯ রানের।
এনইউ/জেএস