ছবি : সংগৃহীত

আলোচনা আর সমালোচনা, বাংলাদেশ ক্রিকেটে পুরোটা জুড়েই আছেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা কাটিয়ে মাত্রই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন টাইগার অলরাউন্ডার। এর মধ্যে গুঞ্জন উঠেছে, ফেব্রুয়ারি-মার্চে নিউজিল্যান্ড সফরে যাবেন না তিনি, অগ্রিম ছুটি চেয়েছেন বিসিবির কাছে। তবে এসব কথা বাইরে আসায় বেশ বিরক্ত ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার।

আইসিসির দেওয়া এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেছেন সাকিব। সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলেও করোনার কারণে বাংলাদেশ দলের ম্যাচ না থাকায় আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে আরো সময় লেগে গেছে তার। ঘরের মাঠে ক্যারিবীয়দের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ব্যাট ও বল হাতে আলো ছড়িয়েছেন তিনি। জিতেছেন সিরিজ সেরার পুরস্কার।

উইন্ডিজের বিপক্ষে বাকি আছে ২ ম্যাচের টেস্ট সিরিজ। সেটির পর নিউজিল্যান্ড খেলতে যাবে লাল-সবুজের প্রতিনিধিরা। গুঞ্জন উঠেছে, এই সফরে সাকিবকে পাবে না বাংলাদেশ দল। মূলত সিরিজ চলাকালীন তৃতীয় সন্তানের বাবা হবেন সাকিব। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে এই সফরে থেকে নাম প্রত্যাহার করার আবেদন করেছেন বাঁহাতি অলরাউন্ডার।

তবে ব্যাপারটি নিয়ে বেশ বিরক্ত সাকিব। এখনো চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেননি বলে জানালেন তিনি। সোমবার ম্যাচ পরবর্তী এক ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘দেখুন এই বিষয়টা নিয়ে টেস্ট সিরিজের পরেই ভালোভাবে আইডিয়া করা যাবে। এগুলো আসলে ভেতরের কথা, বাইরে কীভাবে এত আসে সেটাও আমি জানি না। টিম ম্যানেজম্যান্ট এবং আমার যখন একান্ত কথা হবে, তখনই বোঝা যাবে।’

এদিকে বোলিংয়ে বৈচিত্র্য আনতে নিজের অস্ত্র ভাণ্ডারে নতুন অস্ত্র যোগ করেছেন সাকিব। সেই সাইডআর্ম বা ভার্টিক্যাল অ্যাকশন নিয়ে তিনি জানালেন, ‘আধুনিক ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে প্রতিনিয়তই নিজেকে পরিবর্তন করতে হবে। তো ব্যাটিং-বোলিংয়ে যেটা করলে আমার মনে হয় ভালো হবে, সেটাই করার চেষ্টা করি আমি।’

টিআইএস/এমএইচ