ছবি : বিসিবি

প্রত্যাবর্তনের সিরিজটা রাঙিয়েছিলেন ভালোভাবেই। ব্যাট ও বল দুই জায়গাতেই নিজের চেনা ছন্দে ছিলেন সাকিব আল হাসান। প্রথম ওয়ানডেতে ম্যাচসেরা হওয়ার পর দ্বিতীয় ওয়ানডেতেও ভালোই খেলেছিলেন সাকিব। তৃতীয় ওয়ানডেতে পেয়েছেন হাফ সেঞ্চুরি।

কিন্তু সোমবার সেই ম্যাচেই হঠাৎ চোট পেয়ে মাঠ ছাড়তে হলো তাকে। চট্টগ্রামের মাঠে বল করার সময় কুঁচকিতে চোট পেয়ে মাঠ ছেড়েছেন এই অলরাউন্ডার। রভম্যান পাওয়েলকে নিজের পঞ্চম ওভারের পঞ্চম বল করার সময় কুঁচকিতে টান লাগে সাকিবের। 

বলটি ছেড়েই ব্যথায় কাতর সাকিব মাটিতে বসে পড়েন। এরপর বেশ কিছুক্ষণ সাকিব মাঠেই সুস্থ হওয়ার চেষ্টা করেন। আসেন ফিজিও জুলিয়ান ক্যালফেতোও। তবে সাকিব ওঠে দাঁড়িয়ে আর বল করার মতো অবস্থায় ফিরে যেতে পারেননি। 

পরে তাকে মাঠই ছাড়তে হয়। সাকিবের ওই ওভারের বাকি থাকা এক বল সম্পূর্ণ করেন সৌম্য সরকার। তৃতীয় ওয়ানডেতে ৪ ওভার পাঁচ বল করে মাত্র ১২ রান দিয়েছিলেন তিনি। 

আগের দুই ম্যাচ জিতে এরইমধ্যে সিরিজ জয় নিশ্চিত হয়েছে তামিম ইকবালদের। এই ম্যাচেই ওয়ানডে মিশন শেষ বাংলাদেশের। ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামেই শুরু টেস্ট সিরিজ। তার আগে চোট সামলে উঠার যথেষ্ট সময় পাবেন সাকিব। 

এমএইচ/এটি