ল্যাম্পার্ডকে বরখাস্ত করে টুখেলকে দায়িত্ব দিচ্ছে চেলসি
ছবি : সংগৃহীত
কিংবদন্তি খেলোয়াড় হলেই যে সবসময় ভালো কোচ হওয়া যায় না তার সর্বশেষ উদাহরণটা বোধ হয় হলেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। দেড় বছর আগে চেলসির দায়িত্ব নিয়েছিলেন খেলোয়াড় হিসেবে দলের এই কিংবদন্তি। চলতি মৌসুমের আগে দুই হাত ভরে টাকা খরচ করে ভিড়িয়েছিলেন নামি সব খেলোয়াড়দের।
তবে সে অনুযায়ী আসছিল না দলের পারফরম্যান্স। যে কারণে তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে চেলসি। ল্যাম্পার্ডের জায়গায় বরুশিয়া ডর্টমুন্ড ও পিএসজির সাবেক কোচ টমাস টুখেলকে দায়িত্ব দিয়েছে ক্লাবটি।
বিজ্ঞাপন
মাত্র ২৪ ঘণ্টা আগেই এফএ কাপের ম্যাচে লটন টাউনের ব্পিক্ষে ৩-১ গোলে জয় পেয়েছিল ল্যাম্পার্ডের দল। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে ক্লাবটির বাজে ফর্মের কারণেই বরখাস্ত করা হয়েছে তাকে। ২০১৯ সালের জুলাইয়ে ক্লাবের সাবেক এই ইংলিশ মিডফিল্ডারকে তিন বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছিল স্ট্যামফোর্ড ব্রিজের দলটি।
গত বছর দায়িত্ব নিয়েই ট্রান্সফারে নিষিদ্ধ ক্লাবকে শীর্ষে চারে শেষ করান ল্যাম্পার্ড। চলতি মৌসুমে দল গড়তে প্রায় ২২০ মিলিয়ন ইউরো খরচ করে চেলসি। তবে সে অনুযায়ী পারফরম্যান্স করতে পারেনি তারা। সর্বশেষ লেস্টার সিটির বিপক্ষে ইপিএলে ০-২ গোলে হারে চেলসি।
বিজ্ঞাপন
এমএইচ/এটি