ছবি : সংগৃহীত

রাজা ফিরেছেন আপন সিংহাসনে, সঙ্গে নিয়ে পুরো রাজত্বটা। সাকিব আল হাসান, বাংলাদেশ ক্রিকেটের রাজার চেয়ে কম কিছু না। নিষেধাজ্ঞা থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই বাজিমাত টাইগার অলরাউন্ডারের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের পারফরম্যান্স মূল্যায়নে সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন তিনি। এমন প্রত্যাবর্তনে সতীর্থদের কৃতিত্ব দিচ্ছেন সাকিব।

২০১৯ সালে জুয়াড়ির দেওয়া প্রস্তাব গোপন করার দায়ে সাকিবকে নিষিদ্ধ করে আইসিসি। তদন্তে সাহায্য করা ও নিজের ভুল স্বীকার করে নেয়ার জন্য দুই বছরের সাজা কমিয়ে এক বছর সকল ধরণের ক্রিকেট থেকে নির্বাসনে পাঠানো হয় তাকে। গত বছরের ২৯ অক্টোবর সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ করে মুক্ত হয়েছেন বাঁহাতি অলরাউন্ডার।

লম্বা সময় মাঠের বাইরে থাকায় নিষেধাজ্ঞা পরবর্তী সময়ে বাইশ গজে নিজেকে কিভাবে মেলে ধরবেন সাকিব, সেই অপেক্ষায় ছিলেন সমর্থকরা। অপেক্ষা ছিল সাকিবের নিজেরও। তবে পুরনো রূপে ফিরতে সময় নেননি সাকিব। চ্যাম্পিয়নের মতোই আন্তর্জাতিক ক্রিকেটের বাইশ গজে প্রত্যাবর্তন হলো তার।

উইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ব্যাট হাতে ১১৩ রান করেছেন সাকিব। বোলিংয়ে নিয়েছেন ৬ উইকেট। ৩ ম্যাচ শেষে পারফরম্যান্স মূল্যায়নে সাকিবের হাতে উঠেছে সিরিজ সেরার পুরস্কার। এনিয়ে ১৪তম বার এই পুরস্কার পেলেন তিনি। পুরস্কার হাতে সতীর্থদের প্রশংসা বন্যায় ভাসান সাকিব।

তিনি বলেন, ‘আমি মনে করি কোচিং স্টাফ এবং আমার সতীর্থদের কৃতিত্ব দেয়া উচিত। আমি যখন প্রথম ম্যাচে খেলতে নেমেছিলাম, এটাকে সহজ ভাবেই নিয়েছিলাম। আমি জানতাম মাঠে আমার কিছু সময় কাটানো দরকার ছিল। প্রথম ম্যাচের পর আমি আমার আত্মবিশ্বাস খুঁজে পেয়েছি, যেটার খোঁজে ছিলাম।’

টাইগার অলরাউন্ডার আরও যোগ করেন, ‘আমি মনে করি, পেসাররা স্পিনারদের দারুণ সাহায্য করেছে। এই মুহূর্তে আমাদের একটি ভালো ওয়ানডে সেটাপ আছে। আমাদের সবাই এটিকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে। এখানে সুস্থ প্রতিযোগিতা চলছে এবং সবাই নিজের উন্নতি করতে চাইছে।’

টিআইএস/এমএইচ