ভারতের অস্ট্রেলিয়া-জয়ে না থেকেও ছিলেন কোহলি
ছবি: সংগৃহীত
অ্যাডিলেড টেস্টে ভারতের ভরাডুবির পরই দেশে ফিরে এসেছিলেন অধিনায়ক বিরাট কোহলি। তবে নিজে ফিরে এলেও সফরের শেষ দিন পর্যন্ত ভারত মেনে চলেছে তার কৌশল। ব্যাটিং কোচ বিক্রম রাঠোড় জানালেন, তার পরামর্শই শেষ দিনে জিততে সহায়তা করেছে ভারতকে।
অস্ট্রেলিয়া সফর যেন রিশাভ পান্টকে চিনিয়েছে নতুন করে। পুরো টেস্ট সিরিজে তিন ম্যাচ খেলে করেছেন ২৭৪ রান, গড় ৬৮.৫০। সিডনিতে তার ৯৭ জয়ের আশা জাগিয়েছিল ভারত শিবিরে, গ্যাবায় তার অপরাজিত ৮৯ তো অবিস্মরণীয় এক জয়ই পাইয়ে দিয়েছে ভারতকে। পান্টের এই বদলে যাওয়া সম্ভব হয়েছে কোহলিরই পরামর্শে, জানালেন বিক্রম রাঠোড়।
বিজ্ঞাপন
অ্যাডিলেড টেস্টের পর অস্ট্রেলিয়া ছাড়ার আগে এই পরামর্শ দিয়েছিলেন কোহলি। বিক্রমের ভাষ্য, ‘অ্যাডিলেড টেস্টের পর বিরাট, অজিঙ্কা, শ্রীধরসহ সবাই মিলে একটা বৈঠকে বসেছিলাম। সে বৈঠকে বিরাট আমাদেরকে পরামর্শ দিয়েছিল বিরাটকে ৫ নম্বরে খেলানোর জন্য। তবে আমি এর বিপক্ষে ছিলাম। কারণ পরপর উইকেট পড়ে গেলে পান্টকে নামানো ঠিক মনে হয়নি আমার। তাই ঠিক করা হয়েছিল তাকে পাঠানো হবে ৬ নম্বরে। কিন্তু রান তোলার জন্য সিডনিতে তাকে পাঁচ নম্বরে তুলে আনা হয়। জয়ের জন্য শেষ চেষ্টাটাই করেছিলাম আমরা।’
সিডনিতে সে ম্যাচে ৯৭ রান করেছিলেন পান্ট। তবে শেষমেশ ম্যাচটা হনুমা বিহারি ও রবিচন্দ্রন অশ্বিনের কল্যাণে ড্র করে ভারত। সিডনিতে দলকে জেতাতে না পারলেও পরের ম্যাচে ব্রিসবেনে ঠিকই ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন পান্ট। বিক্রম জানান, তাকে ব্যাটিং অর্ডার উপরে তুলে নিয়ে আসায় সায় ছিল কোচ রবি শাস্ত্রীরও।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘রবি ডানহাতি-বাঁহাতি সমন্বয়ে বিশ্বাস করে খুব। তার এটাও বিশ্বাস যে, অজিরা বাঁহাতি ব্যাটসম্যানের বিপক্ষে দুর্বল। সেজন্যেই পান্টকে সেদিন সে উপরে তুলে এনেছিল।’
সে ধারণা সঠিক হোক না হোক, ফল যে দিয়েছে বৈকি! পান্টের অপরাজিত ৮৯-এ ভর করেই তো পরের ব্রিসবেনে ঐতিহাসিক জয় পায় ভারত। সে সিরিজে সাফল্যের পর ইংল্যান্ডের বিপক্ষেও একই কৌশল কাজ করবে কিনা এ প্রশ্নের জবাব মিলবে আগামী ৫৬ ফেব্রুয়ারি। চেন্নাই টেস্টে যেদিন সফরকারী ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত।
এনইউ/এটি