বিশ্বকাপের ব্যর্থতার পর সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে ফেরেননি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিদেশি কোচিং স্টাফের সদস্যরা। ছুটিতে সংযুক্ত আরব আমিরাত থেকে নিজ নিজ দেশে ফিরে যান রাসেল ডোমিঙ্গো, রঙ্গনা হেরাথ, ওটিস গিবসন, অ্যাশওয়েল প্রিন্স, রায়ান কুকরা। সামনে পাকিস্তান সফর, এজন্য কাজে যোগ দিতে আজ শুক্রবার ঢাকায় ফিরেছেন ডমিঙ্গোরা। ছুটি কাটিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমরা আসবেন শনিবার রাতে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লজিস্টিক সাপোর্টের দায়িত্বে থাকা ওয়াসিম খান বললেন, ‘কোচিং স্টাফের সদস্যরা আজ ফিরছেন। অনেকেই ইতোমধ্যে ঢাকায় পা রেখেছেন। আসন্ন পাকিস্তান সিরিজকে সামনে রেখে ছুটি কাটিয়ে দলে যোগ দিতে দুবাই থেকে শনিবার রাতে আসছেন মাহমুদউল্লাহ, মুশফিক, লিটন দাসরা। শনিবার রাত ১১টায় দুবাই থেকে ঢাকা পৌঁছানোর কথা তাদের।’

বিশ্বকাপে ভরাডুবির পর গত শুক্রবার দুই দফায় দেশে ফিরে এসেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে মুশফিকুর, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটনরা ছুটি নিয়ে থেকে গিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতে। 

২ ম্যাচের টেস্ট সিরিজের সঙ্গে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শনিবার সকালে বাংলাদেশে আসছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। কুড়ি ওভারের ফরম্যাট দিয়ে আগামী ১৯ নভেম্বর মাঠের লড়াইয়ে নামবে টাইগাররা। এজন্য ১৪ তারিখ থেকেই অনুশীলন শুরু করার কথা আছে বাংলাদেশ দলের।

টিআইএস/এনইউ