তামিম ইকবাল/ফাইল ছবি

দীর্ঘদিন ধরে ইনজুরিতে ভুগছেন তামিম ইকবাল। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাননি তিনি। পুনর্বাসনের অংশ হিসেবে নেপালে একটি ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেট লিগে অংশ নিতে গেছিলেন এই বাঁহাতি এই ওপেনার। সেখানে গিয়ে নতুন করে চোটে পড়েন। হাতের বৃদ্ধাঙ্গুলে ফ্র্যাকচার ধরা পড়ে। সেই ইনজুরিতে এখনো ভুগছেন তিনি। আসন্ন পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তো খেলতে পারবেনই না, টেস্টে ফেরা নিয়েও আছে যথেষ্ট সংশয়।

সপ্তাহখানেক আগে শোনা যাচ্ছিল পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই ফিরবেন তামিম। তার আগে স্পিনে অনুশীলন করবেন কিছুদিন। এরপর ধাপে ধাপে অনুশীলনের তীব্রতা বাড়বে, পুরোদমে অনুশীলনে ফিরতে পারলে তবেই পুরোপুরি ফিট হওয়ার সবুজ সঙ্কেত পাবেন তিনি। তবে আজ তামিমের ফিজিও বায়েজিদ ইসলাম জানালেন, স্পিন অনুশীলনে দিনে দিনে তামিম উন্নতি করলেও পেসের বিপক্ষে মোটেও পুরোপুরি স্বাচ্ছন্দ্যবোধ করছেন না দেশসেরা এই ওপেনার। ফলে টেস্ট সিরিজে তার খেলা নিয়ে আছে শঙ্কা।

আজ শুক্রবার ফিজিও বায়েজিদ মিরপুরে সংবাদমাধ্যমকে বলেন, ‘তামিমের হাতের বৃদ্ধাঙ্গুলে যে ফ্র্যাকচার হয়েছিল তার পুনর্বাসন প্রক্রিয়া এখনও চলছে। পুনর্বাসনের প্রায় ২ সপ্তাহ চলে গেছে, উন্নতি হচ্ছে। স্পিন বোলিংয়ের বিপক্ষে দিনকে দিন ভালো খেলছে। রেঞ্জ অব মোশনসহ বাকি সবকিছুই ভালো হচ্ছে। কিন্তু পেসের বিরুদ্ধে খেলতে এখনও স্বাচ্ছন্দ্য বোধ করছে না। তাই বলা যায় এখনও পুরোপুরি সেরে ওঠেনি।’

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। প্রথম ম্যাচটি ১৯ সেপ্টেম্বর। পরের দুটি ২০ ও ২২ নভেম্বর। এ সিরিজে যে তামিম ফিরছেন না সেটি আগেই জানা গেছে। তবে তামিম চেয়েছিলেন ২ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে ফিরতে। এজন্য প্রস্তুতি হিসেবে চলমান জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডটি খেলতে চেয়েছিলেন তিনি। চোট ভালো না হওয়ায় সেটিও আর সম্ভব হচ্ছে। ২১ নভেম্বর শুরু হতে যাওয়া ষষ্ঠ রাউন্ডে চোখ তামিমের।

দুই দলের মধ্যকার প্রথম টেস্টটি হবে ২৬ থেকে ৩০ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এনসিলের ষষ্ঠ রাউন্ডের খেলা শেষ হবে ২৪ নভেম্বর। সে হিসেবে তামিমকে টেস্টে পাওয়া যাবে কি না সে নিয়েও আছে যথেষ্ট সংশয়। তবে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বায়েজিদ।

বায়েজিদ বলেন, ‘কত ভাগ রিকভারি হয়েছে এভাবে বলা যাবে না, এডজাস্টমেন্ট লাগবে। সেরে ওঠার জন্য যতটুক সময় লাগে ততটুক সময় আমরা তাকে দিয়েছি। সেও ভালোভাবে ওভারকাম করেছে। আশা করছি পাকিস্তান সিরিজের আগেই সেরে উঠবে।’

সঙ্গে যোগ করেন বায়েজিদ, ‘আমাদের পরিকল্পনা ছিল ওকে এনসিএলের পঞ্চম রাউন্ডে খেলানোর। এই মুহূর্তে মনে হচ্ছে এনসিএল খেলতে পারবে না। তবে চেষ্টা করব ষষ্ঠ রাউন্ডে খেলানোর। এখন পর্যন্ত যে অবস্থা তাতে শঙ্কা থেকে যাচ্ছে। এখনও বলা যাচ্ছে না। আমি আশা করছি সে সেরে উঠবে।’

টিআইএস/এনইউ