মেহেদী হাসান মিরাজ/ফাইল ছবি

প্রায় সাড়ে ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ দল। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে মাঠে নেমে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। পুরো সিরিজ জুড়ে ব্যাট-বল হাতে দাপট দেখালেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা। তার পুরস্কারও হাতেনাতে পেলেন মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমানরা।

বাংলাদেশ-উইন্ডিজ ও আফগানিস্তান-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ শেষে এই ফরম্যাটের সবশেষ র‌্যাঙ্কিং হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। সেখান বাজিমাত মিরাজ, মুস্তাফিজের। বাংলাদেশের প্রতিনিধিত্ব করা দুই বোলারই উঠে এসেছেন তালিকার সেরা দশে। যেখানে ৩ ম্যাচে ৭ উইকেট শিকার করে ক্যারিয়ার সেরা ৬৯৪ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের তালিকায় সেরা চারে উঠে এসেছেন মিরাজ। আগের অবস্থান থেকে ৯ ধাপ উন্নতি হয়েছে তার। 

৬ উইকেট শিকারি মুস্তাফিজ এগিয়েছেন ১১ ধাপ। বর্তমানে ৬৫৮ রেটিং পয়েন্ট নিয়ে ৮ নম্বরে অবস্থান তার। এছাড়া সাকিব আল হাসান ১৫ ধাপ এগিয়ে উঠে এসেছনে ১৩ নম্বরে। বোলারদের তালিকায় ৪৩ নম্বরে থাকা মোহাম্মদ সাইফউদ্দিন ১ ম্যাচ খেলেই এগিয়েছেন ৩ ধাপ। 

ব্যাটসম্যান ক্যাটাগরিতে সেরা দশে ঢুকতে পারেননি কেউই। তবে ১ ধাপ এগিয়ে ১৫ নম্বরে উঠে এসেছেন মুশফিকুর রহিম। সমান ১ ধাপ এগিয়ে তামিম ইকবালের বর্তমান অবস্থান ২২ নম্বরে। মাহমুদউল্লাহ রিয়াদ এগিয়েছেন ৫ ধাপ। তার বর্তমান অবস্থান ৪৯তম। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে পূর্বের মতোই ১ নম্বরে আছেন টাইগার অলরাউন্ডার সাকিব।

টিআইএস/এটি/এনইউ