টাইগারদের তৃতীয় নির্বাচক রাজ্জাক
ছবি: সংগৃহীত
বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভায় বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়। সেখানে চমক হিসেবে বাংলাদেশ দলের নির্বাচক প্যানেলে যুক্ত হন আব্দুর রাজ্জাক। খুলনার এই ক্রিকেটার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমনের সঙ্গে কাজ করবেন।
২০০৬ সালে বাংলাদেশের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রাজ্জাকের। লাল-সবুজের প্রতিনিধি হয়ে ১৫৩টি একদিনের ম্যাচে মাঠে নেমেছেন তিনি। ১৩টি টেস্টের সঙ্গে ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে রাজ্জাকের। তবে ২০১৮ সালের পর বাংলাদেশ হয়ে খেলতে পারেননি তিনি। সর্বসাকুল্য ২৭৮টি উইকেটে থমকে গেছে বাঁহাতি এই স্পিনারের ক্যারিয়ার।
বিজ্ঞাপন
আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ না পেলেও যোগ্যতা অর্জনে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন রাজ্জাক। তবে জাতীয় দলে সুযোগ আসেনি আর। প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসর না নিলেও বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল, বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকের চেয়ারে বসতে যাচ্ছেন তিনি। সেই গুঞ্জন সত্যি হয়েছে। ২৭ জানুয়ারি বিসিবি সভায় সিদ্ধান্ত হয়েছে, আগের দুই নির্বাচকের সঙ্গে নতুন নির্বাচক হিসেবে যোগ দিচ্ছেন রাজ্জাক।
রাজ্জাকের নির্বাচক হওয়ার খবরটি বুধবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে বিসিবি। তবে ঠিক কবে থেকে রাজ্জাক দল নির্বাচনের কাজ শুরু করবেন, সেটি এখনো চূড়ান্ত নয়।
বিজ্ঞাপন
টিআইএস