ধর্মসাগর পাড়ে আবাহনী-মোহামেডান দ্বৈরথ
ছবি: সংগৃহীত
দেশের ফুটবলে সেই দিন আর নেই। আবাহনী-মোহামেডান ম্যাচ মানে সকালেই গ্যালারী ভর্তি দর্শক। কালের বিবর্তনে দেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বি ক্লাবের ম্যাচে বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারি অনেকটা শূন্যই থাকে। আবাহনী তাদের ঐতিহ্য বজায় রাখতে পারলে ঢাকা মোহামেডান লিগের সর্বশেষ শিরোপা জিতেছে ২০০২ সালে। গত ২ বছর যাবৎ অবশ্য মোহামেডান অস্তিত্ব সংকটে।
এরপরও লিগে বৃহস্পতিবারের ম্যাচটি অবশ্য ভিন্ন আবহ তৈরি করেছে ‘কুমিল্লা’। মোহামেডান গত বছর কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামকে হোম ভেন্যু করেছিল। কুমিল্লায় বসুন্ধরা কিংসকে হারিয়ে বসুন্ধরা ভেন্যুর যাত্রা শুরু করেছিল। পরের রাউন্ডেই ছিল আবাহনী-মোহামেডান ম্যাচ। করোনায় লিগ স্থগিত হওয়ায় গত মৌসুমে কুমিল্লায় আবাহনী-মোহামেডান ম্যাচ হয়নি।
বিজ্ঞাপন
ঢাকা আবাহনী ও মোহামেডান দুই দলই আজ (বুধবার) দুপুরের আগে ম্যাচের ভেন্যু কুমিল্লায় পৌঁছেছে। মোহামেডানের বৃটিশ কোচ শেন লী হোম ভেন্যুতে প্রথম জয়ের অপেক্ষার প্রহর গুণছেন, ‘আবাহনী শক্তিশালী দল তবে আমরা জেতার সামর্থ্য রাখি। নিজেদের সেরাটা দিতে পারলে অবশ্যই পূর্ণ তিন পয়েন্ট জেতার আশা রাখি।’ ফেডারেশন কাপে আবাহনী ৩-০ গোলে মোহামেডানকে হারিয়েছিল। সেই হারের মধুর প্রতিশোধ নিতে চান শেন, ফেডারেশন কাপের তুলনায় আমরা অনেকটা গোছালো দল। এই ম্যাচে পরিণত মোহামেডানকে দেখবেন আপনারা।’
এদিকে আবাহনীর পর্তুগীজ কোচ ম্যারিও ল্যামোস বলেন, ‘আমরা লিগের শীর্ষে থাকতে চাই। এজন্য জয়ের বিকল্প নেই।’
বিজ্ঞাপন
আবাহনী-মোহামেডান ম্যাচে দর্শকদের সংখ্যা বিবেচনা করে দুই দলের ম্যাচ ঢাকার বাইরে আয়োজনের দুঃসাহসিকতা দেখায়নি ফুটবল ফেডারেশন। আবাহনীর সাবেক তারকা ফুটবলার আশরাফউদ্দিন আহমেদ চুন্নু বলেন, ‘আমাদের ক্যারিয়ারে আমরা কখনো ঢাকার বাইরে মোহামেডানের বিরুদ্ধে খেলেনি। ওই সময় অবশ্য ঢাকার বাইরে ম্যাচ নিয়ন্ত্রণ করাও কষ্টাসাধ্য ছিল।’
বর্তমানে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বাফুফের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি ঢাকার বাইরে আবাহানী-মোহামেডান ম্যাচ সম্পর্কে বলেন, ‘আমার সাধারণ সম্পাদক থাকাবস্থায় জাতীয় লিগের ম্যাচে খুব সম্ভবত সর্বশেষ ২০০৫ সালে আবাহনী-মোহামেডান মুখোমুখি হয়েছিল।’
জাতীয় লিগের প্রায় ১১ বছর পর পেশাদার লিগে ২০১৬ সালে গোপালগঞ্জে দুই দল মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে আবাহনী ২-১ গোলে সাদা কালোদের হারিয়েছিল। কুমিল্লায় মোহামেডানের এবারের যাত্রাটা সুখকর হয়নি। নিজেদের প্রথম হোম ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে ২-১ গোলে হেরেছিল মোহমেডান। অবশ্য সর্বশেষ ম্যাচে শক্তিশালী শেখ রাসেলের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে। অন্য দিকে ঢাকা আবাহনী লিগের প্রথম তিন ম্যাচে জিতে নয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই। আবাহনীর নয় পয়েন্টের বিপরীতে মোহামেডানের পয়েন্ট মাত্র চার।
এজেড/এটি/টিআইএস