টানা চার জয়ে শীর্ষেই থাকছে কিংস
ছবি: সংগৃহীত
বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে বসুন্ধরা কিংস ৩-০ গোলে পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে হারিয়েছে। এ নিয়ে টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের শিষ্যরা। অন্য দিকে সমান সংখ্যক ম্যাচ খেলা রহমতগঞ্জের সংগ্রহ মাত্র ১ পয়েন্ট।
টানা চার জয় নিয়ে মাঠ ছেড়েছে কিংস। তাদের সঙ্গে সমানতালে এগিয়ে যাচ্ছে ঢাকা আবাহনী ও শেখ জামালও। তিন ম্যাচে জিতে ঢাকা আবাহনী ও শেখ জামালের পয়েন্ট ৯। আগামীকাল (বৃহস্পতিবার) ঢাকা আবাহনী, মোহামেডানকে হারাতে পারলে চার ম্যাচ শেষে ঢাকা আবাহনীরও কিংসের সমান ১২ পয়েন্ট হবে। শেখ জামাল অবশ্য এক ম্যাচ কম খেলেছে।
বিজ্ঞাপন
ম্যাচের ২৮ মিনিটে বল পাঞ্চ করতে গিয়ে আর্জেন্টাইন রাউল বেসেরারের মাথার উপরে উঠে যান রহমতগঞ্জের গোলরক্ষক আনিসুর রহমান। মারাত্মকভাবে আহত হন বেসেরা। যার ফলে আনিসকে কার্ড দেখানোর পাশাপাশি পেনাল্টি দেন রেফারি আনিসুর রহমান। আহত বেসেরাকে অ্যাম্বুলেন্স যোগে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খেলা বন্ধ থাকে পাঁচ মিনিট।
৩৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বসুন্ধরাকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান রবসন দ্য সিলভা (১-০)। প্রথমার্ধের শেষ মিনিটে আত্মঘাতি গোলে ব্যবধান দ্বিগুন করে বসুন্ধরা। ডান প্রান্ত দিয়ে বসুন্ধরার ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজের শটে বল ক্লিয়ার করতে গেলে রহমতগঞ্জের মাহমুদুল হাসান কিরনের পায়ে লেগে নিজেদের জালেই জড়িয়ে যায় (২-০)।
বিজ্ঞাপন
দ্বিতীয়ার্ধে বসুন্ধরার হয়ে মাঠে নামেন ফিনল্যান্ড প্রবাসী ফুটবলার তারিক কাজী। জাতীয় দলের ক্যাম্পের সময় ইনজুরিতে পড়েন এই প্রবাসী ফুটবলার। ইনজুরি কাটিয়ে ঘরোয়া ফুটবলে এই মৌসুমে প্রথম মাঠে নামলেন তারিক। ০-২ গোলে পিছিয়ে থাকা রহমতগঞ্জ দ্বিতীয়ার্ধে গোলের সুযোগ সেভাবে তৈরি করতে পারেনি। উল্টো ৮৬ মিনিটে ফার্নান্দেজের ক্রসে পা বাড়িয়ে কিংসের ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ স্কোরলাইন ৩-০ করেন।
এজেড/টিআইএস