ছবি: সংগৃহীত

এশিয়ার ফুটবলের ক্লাব পর্যায়ে দ্বিতীয় সারির টুর্নামেন্ট এএফসি কাপ। গত বছর করোনার জন্য এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি কাপ বাতিল করেছিল। এই বছর এএফসি কাপ একটু ভিন্ন পদ্ধতিতে করবে এএফসি। ৩৯টি ক্লাব ‌দশটি গ্রুপে প্রথম রাউন্ড খেলবে। ৯ গ্রুপের খেলা ৯ ভেন্যুতে হবে। বিগত আসরগুলো হোম এবং অ্যাওয়ে প্রক্রিয়ায় হতো, এবার করোনার কারণে প্রতি গ্রুপের ম্যাচগুলো একটি সুনির্দিষ্ট ভেন্যুতে হবে। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়ায় বসুন্ধরা কিংস সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে। বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস ডি গ্রুপে পড়েছে, এই গ্রুপে কিংসের প্রতিপক্ষ ভারতের কলকাতা মোহনবাগান ও মালদ্বীপের মাজিয়া স্পোর্টস। গ্রুপের চতুর্থ দলটি নির্ধারিত হবে প্লে অফ থেকে। 

ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন দল ঢাকা আবাহনী প্লে অফ খেলবে। ১৪ এপ্রিল ঢাকা আবাহনী প্রথম ম্যাচ খেলবে। ঢাকা আবাহনীর প্রথম ম্যাচের প্রতিপক্ষ হবে মালদ্বীপের ক্লাব ঈগলস ও ভূটানের থিম্পু এফসি ম্যাচের মধ্যকার জয়ী দল। ঢাকা আবাহনী প্রথম প্লে অফে জিতলে দ্বিতীয় প্লে অফ ম্যাচ খেলবে ২১ এপ্রিল। ঢাকা আবাহনীর ম্যানেজার সত্যজিত দাস রুপু বলেন, ‘আমরা ম্যাচের সূচি জেনেছি মাত্র। ভেন্যু এখনো জানি না। হয়তো আগামী মাসে আমরা জানতে পারব।’

১৪ থেকে ২০ মে এএফসি কাপের সাউথ জোনের গ্রুপ পর্বের ম্যাচ। বসুন্ধরা কিংস, মোহনবাগান ও মাজিয়ার মধ্যে কারা স্বাগতিক হবে এই গ্রুপের সেটা জানতে কিছু দিন অপেক্ষা করতে হবে।

উল্লেখ্য, গত মৌসুমে বসুন্ধরা কিংস মালদ্বীপের টিসি স্পোর্টসকে ৫-১ গোলে হারিয়ে এএফসি কাপে যাত্রা শুরু করেছিল। করোনার জন্য পরবর্তীতে টুর্নামেন্ট স্থগিত হয়।

এজেড/টিআইএস