ছবি: সংগৃহীত

কয়েকদিনের ব্যবধানে ফের বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সৌরভ গাঙ্গুলি। বর্তমানে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ডাক্তার সপ্তর্ষি বসু ও সরোজ মণ্ডলের তত্ত্বাবধায়নে আছেন তিনি। হাসপাতাল সূত্রের খবর, বৃহস্পতিবারই অস্ত্রোপচার হবে বর্তমান ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সভাপতির। চিকিৎসক দেবী শেট্টির উপস্থিতিতে স্টেন্ট বসানো হবে সৌরভের শরীরে।

দ্বিতীয় দফায় গত মঙ্গলবার আবার বুকে ব্যথা শুরু হয় বিসিসিআই প্রেসিডেন্টের। বুধবার হৃদযন্ত্র পরীক্ষা করার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন মহারাজ। মেডিক্যাল টিম জানিয়েছে, সৌরভের অবস্থা স্থিতিশীল। শরীরের প্যারামিটারগুলো ঠিকমতো কাজ করছে। 

ভারতীয় গণমাধ্যমের খবর, উডল্যান্ডস হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার হৃদযন্ত্র বিশেষজ্ঞ বিখ্যাত চিকিৎসক দেবী শেট্টির উপস্থিতিতে সৌরভের শরীরে স্টেন্ট বসানো হবে। স্টেন্ট বসাবেন চিকিৎসক আফতাব খান।

ইতোমধ্যেই কলকাতার বিজপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়কে ফোন করে সৌরভের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন অমিত শাহ। আগামী ৩০ জানুয়ারি সৌরভের বাড়িতে সাক্ষাৎ করার কথা ছিল অমিত শাহ'র। তা নিয়ে রাজনৈতিক মহলে উত্তেজনা ছিলই। তার আগেই দুঃসংবাদ।

গত ২ জানুয়ারি সৌরভের মৃদু হৃদরোগের উপসর্গ নিয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন প্রায় এক সপ্তাহ হাসপাতালে ছিলেন সৌরভ। হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী তিনটি ধমনীতে ‘ব্লকেজ’ রয়েছে সৌরভের। এরপর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। শেষে ধমনীর ‘ব্লকেজ’ সরাতে বসানো হয় স্টেন্ট।

সেই ধাক্কা সামলে গত ৭ জানুয়ারি সুস্থ হয়ে বাড়ি ফেরেন প্রিন্স অব ক্যালকাটা। দ্রুত কাজে যোগ দেওয়ার কথাও ভাবছিলেন ভারতীয় ক্রিকেটের 'বস'। কিন্তু সপ্তাহ দুয়েক কাটতেই ৪৮ বছর বয়সী সৌরভ ফের অসুস্থ।

টিআইএস/এটি