মেসি-ডি ইয়ংয়ের গোলে শেষ আটে বার্সেলোনা
ছবি: সংগৃহীত
দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই গোল পেয়েছেন লিওনেল মেসি। কোপা ডেল রের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার মিশনে বুধবার রাতে রায়ো ভায়োকানোর বিপক্ষে মাঠে নামে বার্সেলোনা। শুরুতে পিছিয়ে থেকেও মেসি ও ডি ইয়ংয়ের গোলে শেষ আট নিশ্চিত করেছে বার্সা। ম্যাচে ২-১ গোলে রায়ো ভায়োকানোকে হারিয়েছে তারা।
স্প্যানিশ সুপার কাপের ফাইনাল সঙ্গে সাথে লাল কার্ড দেখে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন মেসি। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ করে এই ম্যাচ দিয়ে আবার মাঠে ফেরেন আর্জেন্টাইন সুপারস্টার। দলের জয়ে অবদানও রাখেন তিনি। ম্যাচের শুরু থেকে বেশ কয়েকবার সুযোগ তৈরি করেছিল বার্সা। তবে বারবার পোস্ট ও ক্রসবারে বল লাগায় গোলের দেখা পাচ্ছিলো না রেকর্ড ৩০ বারের চ্যাম্পিয়নরা। উল্টো গোল খেয়ে বসে বার্সা। পরে গোল করে দলকে সমতায় ফেরান মেসি। ডি ইয়ংয়ের গোলে জয়ে নিয়ে মাঠ ছাড়ে তারা।
বিজ্ঞাপন
ম্যাচের শুরুতে সুযোগ তৈরি করলেও গোল বঞ্চিত থাকে দুই দলই। বিরতির পর ফিরে আক্রমণে আরো ধার বাড়ায় বার্সা। ফ্রি কিক থেকে মেসির বাঁকানো শট জালে ঢুকতে গিয়ে পোস্টে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। উল্টো ৬৩ মিনিটে রায়ো ভায়োকানোর হয়ে ফ্রান গার্সিয়া গোল করলে ০-১ গোলে পিছিয়ে পড়ে বার্সা।
তবে প্রতিপক্ষকে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে দেননি মেসি। ৬ মিনিট পরেই পাল্টা আক্রমণে আঁতোয়ান গ্রিজমান। বল পায়ে গোলবারের দিকে এগিয়ে যান তিনি। তবে তাকে বাধা দিতে এগিয়ে আসেন রায়ো ভায়োকানোর গোলরক্ষক, সুযোগ বুঝে ডানে বল বাড়ান ফরাসি ফরোয়ার্ড। অনায়াসে ফাঁকা জালে বল ঠেলে দেন মেসি।
বিজ্ঞাপন
ম্যাচের ৮০ মিনিটের মাথায় জর্ডি আলবা ও ফ্রাঙ্কি ডি ইয়ং দারুণ বোঝাপোড়ায় গোল করেন। মেসির বাড়ানো বল ধরে বক্সের মুখে বাড়ান আলবা। সময়মতো সেখানে ছুটে যাওয়া ডি ইয়ং অনায়াসে ডান পায়ের টোকায় গোলরক্ষককে পরাস্ত করেন। ২-১ গোলে এগিয়ে যায় বার্সা। পরে আর কোন স্কোর না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। পাশাপাশি কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে রোনাল্ড কোম্যানের শিষ্যরা।
শুক্রবার কোয়ার্টার ফাইনালে সেভিয়ার মুখোমুখি হবে বার্সা।
টিআইএস