ওল্ড ট্রাফোর্ডে শেফিল্ডের কাছে হার ম্যানইউয়ের
ছবি: সংগৃহীত
চলতি মৌসুমে শিরোপার লড়াইয়ে বেশ ভালোভাবে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ওল্ড ট্রাফোর্ডে হঠাৎ ছন্দপতন রেড ডেভিলদের। ঘরের মাঠে ৪৭ বছর পর শেফিল্ড ইউনাইটেডের কাছে হেরেছে ম্যানইউ। বুধবার রাতে ১-২ গোলের ব্যবধানে হেরে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠতে ব্যর্থ হয় ওলে গুনার শুলসারের শিষ্যরা।
বরাবরের মতোই ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে একে অন্যের ছাড়িয়ে যাওয়ার দ্বৈরথ চলছে। লিগে ১৯ ম্যাচে ১২ জয়ে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি। বুধবার নগর প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল ম্যানইউয়ের সামনে। তবে চূড়ায় উঠতে ব্যর্থ হয়েছে তারা। শেফিল্ড ইউনাইটেডের কাছে হেরে ২০ ম্যাচে ১২ জয় ও ৪ ড্র নিয়ে সিটির থেকে ১ পয়েন্ট কমে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান ম্যানইউয়ের।
বিজ্ঞাপন
বুধবার ওল্ড ট্রাফোর্ডে খেলতে নামার আগে ১৯ ম্যাচের মধ্যে মাত্র ১টিতে জিতেছিল শেফিল্ড। তারাই হারিয়ে দিল ম্যানইউকে। ৪৭ বছর পর ম্যানইউয়ের ঘরের মাঠে জয়ের স্বাদ পেলেও পয়েন্ট টেবিলে উন্নতি করতে পারেনি শেফিল্ড। ২০ ম্যাচে সমান ২টি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে ২০ দলের লিগে একদম তালানিতে অবস্থান তাদের।
ম্যাচের শুরু থেকেই একক আধিপত্য ছিল ম্যানইউয়ের। তবে সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি তারা। উল্টো ম্যাচের ২৩ মিনিটে গোল পেয়ে যায় শেফিল্ড। কর্নারে ইংলিশ ডিফেন্ডার কিন ব্রায়ানের লাফিয়ে নেওয়া হেডে বল পোস্টে লেগে জালে জড়ায়। দলটির হয়ে এটিই তার প্রথম গোল। ওই ১ গোলেই শেষ হয় প্রথমার্ধের খেলা।
বিজ্ঞাপন
বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৪ মিনিটে সমতায় ফেরে ম্যানইউ। দলটির হয়ে গোল করেন হ্যারি মিগুইর। তবে ১০ মিনিটের মাথায় বুর্কে গোল করে আবার এগিয়ে নেন শেফিল্ডকে। এই গোল আর শোধ দিতে পারেনি রেড ডেভিলসরা। ফলে ১-২ গোলের ব্যবধানে পরাজয় মেনে নিয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।
টিআইএস