ছবি: সংগৃহীত

বুধবার (২৭ জানুয়ারি) বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবম সভা। অনলাইনে হওয়া সেই সভা শেষে গ্রহণ করা হয়েছে বেশকিছু সিদ্ধান্ত। যেখানে বিসিবি সিদ্ধান্ত নিয়েছে, আগামী ফেব্রুয়ারির মধ্যে ঘরোয়া ক্রিকেটের খেলোয়াড়দের করোনার ভ্যাকসিনের আওতায় আনা হবে। এরপর শুরু করা হবে লিগ। একই সঙ্গে ঢাকার আশাপাশে জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে টাইগার বোর্ড। জমি কিনে মাঠ ও ক্রিকেটীয় অবকাঠামো তৈরির কথা ভাবছে বিসিবি।

করোনার মহামারির মধ্যে বুধবার বোর্ড সভায় বসেন বিসিবি কর্তারা। ভার্চুয়াল সভায় সভাপতি নাজমুল হাসান পাপন ছাড়াও উপস্থিত ছিলেন পরিচালকরা। সেই সভা শেষে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, সভায় কোন কোন বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। সভা শুরু হয় শোক প্রস্তাবের মধ্য দিয়ে। গত ২০ জানুয়ারি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বিসিবির সাবেক সহ-সভাপতি রাইসউদ্দিন আহমেদ। তিনি সহ সম্প্রতি মারা যাওয়া বোর্ডের সকল সদস্যর প্রতি শ্রদ্ধা জানানো হয় বোর্ড সভায়।

সভায় আলোচনা হয়েছে পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বিষয়ে। স্টেডিয়ামটির জন্য আন্তর্জাতিক মানের পরামর্শক নিয়োগ দিতে চায় বিসিবি। এই মর্মে একটি গাইডলাইন দিয়েছে বোর্ড। ক্রিকেটের উন্নতি ও উৎকর্ষ সাধনে ঢাকা ও এর আশপাশের এলাকায় জমি কিনে মাঠ ও ক্রিকেটীয় অবকাঠামো তৈরির কথা ভাবছে বোর্ড। খুব শিগগিরই এর জন্য একটি কমিটি গঠন করার বিষয়ে বোর্ড সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় আলোচনা হয়েছে করোনা ভ্যাকসিন নিয়ে। গত ১৭ মার্চ থেকে বন্ধ আছে দেশের ঘরোয়া ক্রিকেটের আসর। যদিও মাঝে বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ মাঠে গড়িয়েছিল, তবে সেটি ছিল সীমিত পরিসরে জৈব সুরক্ষা বলয় মেনে। দীর্ঘদিন বন্ধ থাকা ঘরোয়া ক্রিকেট আবার মাঠে ফেরাতে চায় বিসিবি। এজন্য ফেব্রুয়ারিতেই খেলোয়াড়দের টিকার আওতায় এনে অনতিবিলম্বে ঘরোয়া ক্রিকেট শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভা শেষে জানানো হয়েছে, জাতীয় দল ও প্রথম শ্রেণির খেলোয়াড়দের পরবর্তী চুক্তি শেষ না হওয়া পর্যন্ত আগের চুক্তিই থাকবেন।

টিআইএস/এটি