ছবি : সংগৃহীত

বাংলাদেশের সম্ভাবনাময় অলরাউন্ডারদের একজন আফিফ হোসেন। ব্যাটিংয়ের পাশপাশি বল হাতেও যথেষ্ট কার্যকরী তিনি। এই অলরাউন্ডারের খ্যাতি আছে পাওয়ার হিটিংয়ের জন্যও। বর্তমানে ফ্র্যাঞ্জাইজি ক্রিকেটের যুগ।

যেখানে আধিপত্য বেশি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের। পাওয়ার হিটিংয়ের কারণে ক্রিস গেইল ও কাইরন পোলার্ডের মতো ক্রিকেটারদের কদর বেশি। তাদের মতো ক্রিকেটার হওয়ার সামর্থ্য আছে বাংলাদেশের আফিফ হোসেনেরও। 

এমনটি মনে করেন আয়ারল্যান্ডের সাবেক অধিনায়ক নেইল ও ব্রায়েন। টি-টেন লিগের চতুর্থ আসর শুরুর আগে বাংলা টাইগার্সের অফিসিয়াল ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন আফিফ দারুণ ব্যাটিং করেন এবং তার মধ্যে গেইল-পোলার্ডদের উত্তরসূরী হওয়ার সামর্থ্য রয়েছে বলে বিশ্বাস নেইলের।

তিনি বলেন, ‘সব তরুণদের মাঝে আফিফ হোসেন পরবর্তী ক্রিস গেইল কিংবা পোলার্ড হতে পারে। সে বাংলাদেশের তরুণ ক্রিকেটার। দারুণ একজন বাঁহাতি ব্যাটসম্যান, সে বেশ লম্বা, স্লিম, লেগ সাইডে দুর্দান্ত গতিতে ব্যাট চালাতে পারে। ব্যাটিংয়ে তার টাইমিং চমৎকার। আমি দুই কিংবা তিন বছর আগে ঢাকা ও চট্টগ্রামে বিপিএলে (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) ওকে দেখেছিলাম। আমি তার দিকে তাকিয়ে আছি।’

প্রথমবারের মতো ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ততম ফরম্যাটের আসরে খেলার সুযোগ পেয়েছেন আফিফ। টি-টেনের এবারের আসরে বাংলা টাইগার্সের জার্সিতে খেলবেন তিনি। দলটির আইকন ক্রিকেটারের মর্যাদা পাওয়া বাঁহাতি এই ব্যাটসম্যান সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন।

এমএইচ/এটি