অপর প্রান্তে সঙ্গী নুরুল হাসান সোহানের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি লিটন দাস। শাহিন শাহর বলে আউট হয়েছেন তিনি। সে ওভারেই আবু জায়েদ রাহিকেও হারিয়েছে বাংলাদেশ।

সোহানের বিদায়ের পর তাইজুলকে সঙ্গে নিয়ে লিটনের জুটি যোগ করতে পেরেছিল কেবল ৪ রান। এরপরই শাহিন শাহ আফ্রিদির রাউন্ড দ্য উইকেট থেকে আসা বলে এলবিডব্লিউর শিকার বনে গেলেন লিটন। বাঁহাতি, রাউন্ড দ্য উইকেট বলেই হয়তো, রিভিউ করেছিলেন সিদ্ধান্তটা। তবে শেষমেশ রক্ষা হয়নি তার, সিদ্ধান্তটা বদলায়নি তৃতীয় আম্পায়ারের কাছেও। লিটন ফেরেন ৫৭ রানের ইনিংস খেলে।

শাহিন এই ওভারে আরও একটা উইকেট শিকার করে ফেলেছেন। বাউন্সারে আবু জায়েদ রাহিকে এলোমেলো করে দিয়ে উইকেটরক্ষক রিজওয়ানের হাতে ক্যাচ আদায় করেছেন তিনি। তাতে ২৫০ রানের লিডকে বাংলাদেশের জন্য দূর আকাশের তারা বলেই মনে হচ্ছে আপাতত।

এনইউ