ছবি : ঢাকা পোস্ট/ আরাফাত জোবায়ের

কিক অফ হওয়ার মিনিট দশেক পর সবার আকর্ষণ আকাশে। স্টেডিয়ামের পাশেই ঈদগাহ মসজিদে দুটি হেলিকপ্টার অবতরণ করল। মোহামেডানের এক ঝাঁক শীর্ষ কর্তারা ঢাকা থেকে এসেছেন হেলিকপ্টার করে।
 
হোম ম্যাচে দর্শক সংখ্যায় আবাহনী এগিয়ে থাকলেও কর্মকর্তার সংখ্যায় মোহামেডান এগিয়ে থাকল। ২০১৮ সালে ক্যাসিনো কাণ্ডের পর মোহামেডান ক্লাবে বড় ধাক্কা এসেছে। ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া গ্রেফতারও হয়েছিলেন।

ঐতিহ্যবাহী ক্লাবের গায়ে পড়ে কলঙ্কের দাগ। দেশের ফুটবল, ক্রিকেট, হকি মূল তিন ডিসিপ্লিনে মোহামেডানের সাফল্য অনেক।  ২০১৮ সালে হকি ছাড়া অন্য কোনো ডিসিপ্লিনে মোহামেডানের কোনো সাফল্য নেই। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিরুদ্ধে ফুটবল ও ক্রিকেটে মোহামেডানের হার এখন অনেকটা নিয়মিত ঘটনা।

কুমিল্লায় মোহামেডান-আবাহনী ম্যাচ দেখতে আসা মোহামেডানের অন্যতম পরিচালক মাহবুবুল আনাম, খন্দকার জামিল, সাজেদ আদেলসহ আরও অনেকেই আগের সুদিন ফেরানোর প্রত্যয় ব্যক্ত করলেন। মাহবুব আনাম ক্রিকেট বোর্ডের পরিচালক ও ক্রিকেট সংগঠক হলেও ক্লাবের পরিচালকের দায়িত্বকে কোনো অংশে কম করে দেখছেন না।

তিনি বলেন, ‘মোহামেডান ক্লাব হচ্ছে আমাদের দ্বিতীয় পরিবার। সকলের প্রচেষ্টায় আমরা মোহামেডানকে সেই আগের সুনাম ফিরিয়ে আনার চেষ্টা করব।’

২০১১ সালে লিমিটেড কোম্পানি হওয়ার পর থেকে মোহামেডানে কোনো নির্বাচন হয়নি। বর্তমানে ক্লাবের অর্ন্তবর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট এমএ আমিনউদ্দিন। বর্তমানে তিনি অ্যাটর্নি জেনারেলও। আমিনউদ্দিনও এসেছিলেন মোহামেডান-আবাহনীর ম্যাচ দেখতে। 

নির্বাচন সম্পর্কে আমিনউদ্দিন বলেন, ‘ফেব্রুয়ারির মধ্যে (২৭ ফেব্রুয়ারি) নির্বাচন সম্পন্ন হবে। নির্বাচন কমিশন সুন্দর ও সুষ্ঠ নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে কাজ করবে।’

মোহামেডানের পরবর্তী কমিটি সম্পর্কে ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক ও মোহামেডানের স্থায়ী সদস্য খন্দকার জামিল বলেন, ‘আগামীর কমিটি মোহামেডানকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে কাজ করবে সেই প্রত্যাশা থাকছে। আশা করি ক্লাবের স্বার্থে একটি সুন্দর পরিচালনা পর্ষদ হবে।’

বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক সাজেদ এ আদেল বলেন, ‘আমরা অনেকে ফুটবল ফেডারেশন, ক্রিকেট বোর্ড, হকি ফেডারেশনে থাকলেও আমাদের মূল পরিচয় মোহামেডান। মোহামেডান ক্লাব ভালো থাকলে আমরা ভালো থাকি। মোহামেডানে পুনরায় জাগরণে আমরা সবাই এক হয়ে কাজ করছি।’
 
এজেড/এমএইচ/এটি