গা গরমের ম্যাচে উইন্ডিজের ব্যাটিং প্রস্তুতি
ক্যাম্পবেলের উইকেট দখলের পর বিসিবি একাদশ/ছবি: বিসিবি
সংক্ষিপ্ত স্কোর:
উইন্ডিজ: ২৭ ওভারে ৮৯/১ (ক্যাম্পবেল ৪৪, ব্র্যাথওয়েট ৩২*, মোসেলে ৯*; শাহাদাত ১৫/১)
বিজ্ঞাপন
বাংলাদেশ সফরটা ভালো কাটছে না উইন্ডিজের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হয়েছে হোয়াইটওয়াশ। তবে টেস্ট সিরিজ দু’দলের জন্যেই সম্পূর্ণ ভিন্ন এক পরিস্থিতি নিয়ে হাজির হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। ওয়ানডেতে ব্যাটিং দুর্বলতাই বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছিল ক্যারিবীয়দের জন্য। টেস্ট সিরিজেও তার পুনরাবৃত্তি ঠেকাতে ব্যাটিং শক্তি আরও জোরদার করা চাই। সে লক্ষ্যেই এমএ আজিজ স্টেডিয়ামের প্রস্তুতি ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছে সফরকারীরা।
প্রস্তুতিটা যে খুব খারাপ হচ্ছে, ব্যাপারটা তেমন নয় আদৌ। ক্ষেত্রবিশেষে ক্যারিবীয়রা নতুন আশার আলোও দেখছে এমএ আজিজ স্টেডিয়ামে।
বিজ্ঞাপন
শুক্রবার সকালে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ক্রেইগ ব্র্যাথওয়েট আর জন ক্যাম্পবেলের উদ্বোধনী জুটি শুরুটা করেছে বেশ দেখেশুনে। বিশ ওভারে তুলেছে ৬৭ রান। তবে ২০তম ওভারেই প্রথম উইকেটের পতন দেখেছে সফরকারীরা। তরুণ পেসার শাহাদাত হোসেনের বলে বোল্ড হয়ে ফিরেছেন ক্যাম্পবেল। তবে তার আগে নামের পাশে যোগ হয়েছে ৪৪ রান।
এরপর থেকে মধ্যাহ্ন বিরতির আগে ব্র্যাথওয়েট আর শেন মোসেলে কল্যাণে বেশ নির্বিঘ্ন সময় কাটিয়েছে সফরকারীরা। বিরতির আগ পর্যন্ত ২৭ ওভার খেলে এক উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তুলেছে ৮৯ রান।
বিসিবি একাদশ
নুরুল হাসান (অধিনায়ক ও উইকেটরক্ষক), আকবর আলী, মোহাম্মদ নাইম, মুকিদুল ইসলাম, সাইফ হাসান, সাদমান ইসলাম, শাহাদাত হোসাইন, শাহিন আলম, খালেদ আহমেদ, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী।
উইন্ডিজ একাদশ
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, শেন মোসেলে, জোমেল ওয়ারিকান, আলজারি জোসেফ, জার্মেইন ব্ল্যাকউড, জশুয়া দা সিলভা (উইকেটরক্ষক), কাভেম হজ, কেমার রোচ, কেওন হার্ডিং, কাইল মেয়ার্স, এনক্রুমাহ বোনার।
এনইউ/এটি