ছবি: সংগৃহীত

সার্জিও রামোসের সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তি নবায়ন এখনো অচলবস্থাতেই আছে। ফলে তার রিয়াল ছেড়ে পিএসজি বা বায়ার্ন মিউনিখে যোগ দেয়ার গুঞ্জনও স্প্যানিশ সংবাদ মাধ্যমের বাতাস ভারি করছে পাল্লা দিয়ে। এমন অবস্থায় পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো এমন কিছুই বললেন, যাতে রামোসের প্রতি পিএসজিতে আসার স্পষ্ট আহবানই ছিল।

শেষ কিছুদিনে দলবদলের বাজার তুলনামূলক নিরুত্তাপই যাচ্ছে, অবশ্য শীতকালীন দলবদলে এটা বেশ পরিচিত দৃশ্য। তবে বাজারে কিছুটা প্রাণ আছে রামোসের চুক্তি নবায়ন নাকি দলবদল, এ নিয়ে। রিয়াল মাদ্রিদ বায়ার্নের ডেভিড আলাবাকে রামোসের সমান বেতন দিয়েই দলে ভেড়াচ্ছে, জোর গুঞ্জন সংবাদ মাধ্যমে। এদিকে রামোসের সঙ্গে চুক্তিতে অচলাবস্থার কারণে ধারণা করা হচ্ছে চলতি মৌসুম শেষে বিনামূল্যেই ক্লাব ছাড়ছেন রিয়াল অধিনায়ক।

পরবর্তী গন্তব্য হিসেবে দেখা হচ্ছে আলাবার ছেড়ে আসা বায়ার্ন কিংবা পিএসজিকে। ফরাসি চ্যাম্পিয়নরাও গেল দলবদলে হারিয়েছে অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভাকে, ফলে রক্ষণে তাদেরও একজন ডিফেন্ডার প্রয়োজন তাদের, যার ইউরোপীয় পর্যায়ে খেলার অভিজ্ঞতা বেশ। এমন ঠিকুজি বর্তমানে রামোসের চেয়ে ভালো আর কারো নেই। এ কারণেই বাড়ছে গুঞ্জন।

এমন অবস্থায় পচেত্তিনো তাকে দলে চান কিনা তা নিয়ে বেশ কৌশলি অবস্থান নিলেন। সম্প্রতি মার্কাকে দেয়া এক সাক্ষাৎকারে পচেত্তিনো বললেন, ‘এক মাস ধরে এখানে আছি, এমন খেলোয়াড় দেখছি যাদের নেতৃত্বগুণ দারুণ। মহান খেলোয়াড়রা ভিন্ন প্রকল্প আর ভিন্ন সংস্কৃতিতে মানিয়ে নিতে পারেন, কিন্তু আমি তাদের প্রতি সম্মান দেখাচ্ছি। পিএসজির কৌশল সেই রোনালদিনহোকে দলে ভেড়ানোর যুগ থেকে একই আছে। তা হলো, বাজারে কারা আছে তা দেখা আর তাদেরই দলে ভেড়ানো যারা আমাদেরকে আরও উন্নত করতে পারবে। আসছে মাসগুলোয় আমরা সেটাই দেখব।’

দলবদলের বাজারে পিএসজির নাগালেই আছেন রামোস, তার অভিজ্ঞতা দলকে দিতে পারে অধরা চ্যাম্পিয়ন্স লিগের ছোঁয়াও। তবে কোচ পচেত্তিনো জানালেন, পিএসজি রামোসের জন্যেও বেশ উপকারী হতে পারে। 

এখানে আসলে রামোস এক দারুণ ক্লাবকেই পাবে, জয়টা যাদের জন্য একমাত্র লক্ষ্য। পিএসজি বিশ্বের অন্যতম বড় ক্লাব।

মরিসিও পচেত্তিনো, পিএসজি কোচ

পিএসজি জুলাইয়ের দলবদলের বাজারে বিনামূল্যে পেতে পারে মেসিকেও। খেলোয়াড়ি জীবনে ডিফেন্ডার হিসেবে খেলা পচেত্তিনো অবশ্য এ ব্যাপারে খুবই রক্ষণাত্মক এক মন্তব্য করলেন, ‘দেখুন, আমি যাই বলবো, আমাকে ভুল বোঝা হবে। আমার কাছে যা আছে, তাকেই ভালোবাসি আমি। তবে মহান খেলোয়াড়রা যে কোনো লিগ বা যে কোনো দলে মানিয়ে নিতে পারেন।’

এনইউ/এটি