ভালো আছেন সৌরভ, শিগগিরই মুক্তি
সৌরভ গাঙ্গুলি/ফাইল ছবি
সৌরভ গাঙ্গুলি বর্তমানে ভালোই আছেন। নতুন করে কোনো সমস্যা দেখা দেয়নি, বরং আগের চেয়ে অবস্থার উন্নতি হয়েছে। শিগগিরই পেতে যাচ্ছেন মুক্তিও, জানাচ্ছে স্থানীয় গণমাধ্যম আনন্দবাজার।
উডল্যান্ড হাসপাতালের সূত্র ধরে আনন্দবাজার জানাচ্ছে, আজ শুক্রবার দুপুরেই সাধারণ বেডে নিয়ে যাওয়া হবে বিসিসিআই সভাপতিকে। সেখানে থাকবেন চিকিৎসকদের পর্যবেক্ষণে। যদি এ সময়ে কোনো প্রকারের সমস্যা দেখা না দেয় তাহলে আগামীকাল শনিবার কিংবা রবিবার হাসপাতাল থেকে ছুটি পাবেন তিনি।
বিজ্ঞাপন
গত বুধবার দুপুরে বুকে ব্যথা নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হন সৌরভ। এরপর তার হৃদযন্ত্রে আরও দুটি স্টেন্ট বসানোর কাজ শেষ করা হয়। প্রক্রিয়াটি বেশ ভালোভাবেই শেষ করেছেন চিকিৎসকরা। এরপর তার শরীরের প্রতিক্রিয়াও বেশ ভালো বলে জানিয়েছেন কর্তব্যরত ডাক্তাররা। আজ শুক্রবার আরও একদফা ইসিজি করা হবে তার, সঙ্গে থাকবে আরও কিছু পরীক্ষা যাতে যাচাই করা হবে তার শারীরিক অবস্থা।
কর্তব্যরত চিকিৎসক আফতাব খান তার স্বাস্থ্যের অবস্থা জানাতে গিয়ে সংবাদ মাধ্যমকে শিগগিরই তার ছুটির ব্যাপারেও জানান।
বিজ্ঞাপন
সৌরভ এখন অনেকটাই সুস্থ। আজ আবার রুটিন চেকআপ করা হবে, ইসিজিও করা হবে। সব ঠিকঠাক থাকলে আগামীকালই তিনি ছাড়া পেয়ে যাবেন।
আফতাব খান, কর্তব্যরত চিকিৎসক, উডল্যান্ড হাসপাতাল
গত ২ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো হাসপাতালে ভর্তি হন সৌরভ। সেবার একটি স্টেন্ট বসান হয় তার হৃদযন্ত্রে। এক সপ্তাহ পর বাড়ি ফেরেন তিনি। বুধবার আবারও বুকের ব্যথা নিয়ে হাসপাতালে আসেন তিনি। আরও দুটি স্টেন্ট বসান হয় এরপর। স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও তাকে দেখতে ছুটে গিয়েছিলেন হাসপাতালে।
এনইউ/এটি