বন্ধু রাজ্জাককে মাশরাফি, ‘তুই বিজয়ী হবি’
ফাইল ছবি
দীর্ঘ ক্যারিয়ারের অনেকটা সময়ই মাশরাফি বিন মুর্তজার সঙ্গে খেলেছেন আব্দুর রাজ্জাক। ড্রেসিং রুমের সতীর্থ থেকে হয়ে ওঠেছেন বন্ধু। সেই রাজ্জাক পেয়েছেন নতুন দায়িত্ব। জাতীয় দলের তৃতীয় নির্বাচক হিসেবে বিসিবি বেছে নিয়েছে তাকে।
বন্ধু নতুন দায়িত্ব পাওয়ায় খুশি সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর বলা হচ্ছে শেষ হয়ে গেছে মাশরাফি বিন মুর্তজার আন্তর্জাতিক ক্যারিয়ার। ওই সিরিজের মাঝপথেই মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশারের সঙ্গে তৃতীয় নির্বাচক হয়েছেন রাজ্জাক। এবার তার নিজের গভীর ক্রিকেট জ্ঞান দেখানোর সুযোগ এসেছে বলেই মনে করেন মাশরাফি।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে তিনি লিখেছেন, ‘খান আবদুর রাজ্জাক (রাজ), বন্ধু একটু দেরি হয়ে গেল শুভ কামনা জানাতে। হয়তো আমার মতো অনেক মানুষ তোর এই অর্জনে খুশি হয়েছে। তবে আমার যে জায়গাটায় সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে সেটা হলো তুই ক্রিকেট কত গভীরে বুঝিস তা দেখানোর সুযোগ তুই এবার পেয়েছিস।’
নতুন দায়িত্বে রাজ্জাক সফল হবেন বলেই মনে করেন মাশরাফি, ‘জানি তুই তোর সেরাটাই দিবি, এবং সফলও হবি ইনশাআল্লাহ। এতদিন বাঁ হাতের ভেলকি দেখেছে সবাই এবার দেখবে তোর মস্তিস্কের, যা নিয়ে কোনদিনও আমার সংশয় ছিল না।’
বিজ্ঞাপন
ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে জাতীয় দলে সুযোগ মেলেনি রাজ্জাক। যদিও ঘরোয়া লিগে টানা পারফর্ম করে গেছেন। সেদিকে ইঙ্গিত করে মাশরাফি লিখেন, ‘অনেক সংকটে তোর সাথে কথা বলেছি বলেই বলছি তুই বিজয়ী হবি ইনশাআল্লাহ। ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই মানুষটাকে যথাযথ সম্মান প্রর্দশনের জন্য ভালোবাসা অবিরাম বন্ধু।’
খান আবদুর রাজ্জাক (রাজ), বন্ধু একটু দেরি হয়ে গেল শুভ কামনা জানাতে। হয়তো আমার মতো অনেক মানুষ তোর এই অর্জনে খুশি হয়েছে...
Posted by Mashrafe Bin Mortaza on Thursday, January 28, 2021
এমএইচ/এটি