ছবি: সংগৃহীত

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের মতোই দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য সমান ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত করোনার কারণে ঝুঁকি নিতে চায়নি টাইগার বোর্ড। এছাড়াও বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ব্যাখ্যা দিয়ে বলেছেন, জাতীয় দলের সঙ্গে তরুণদের অভ্যস্ত করতেই বড় দল ঘোষণা করেছেন তারা।

করোনার মধ্যে প্রথমবার আন্তর্জাতিক সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ। ঘরের মাঠে খেলা হলেও জৈব সুরক্ষা বলয়ের কারণে বাড়তি সতর্ক বিসিবি। এজন্য সদ্য সমাপ্ত ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছিল স্বাগতিক বোর্ড। ৩ ম্যাচে অবশ্য মাঠে নামার সুযোগ পেয়েছিলেন সর্বসাকুল্য ১৩ জন ক্রিকেটার। এবার ২ টেস্টের জন্যও শনিবার সমান ১৮ সদস্যের দল দিয়েছে বিসিবি।

রোববার (৩০ জানুয়ারি) এতো বড় দল দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচক নান্নু। যেখানে তিনি বলেছেন, টেস্ট ক্রিকেটের কথা মাথায় রেখে বিসিবি যে পুল তৈরি করেছে, সেখানকার খেলোয়াড়দের টিম ম্যানেজমেন্টের সাথে কাজ করিয়ে অভ্যস্ত করে গড়ে তুলতেই এমন সিদ্ধান্ত।

এ প্রসঙ্গে নান্নু বলেন, ‘এটা ১৮ জনের স্কোয়াড দেওয়া হয়েছে মূলত আপনারা জানেন কোভিড-১৯ মাথায় রেখে। কে কখন অসুস্থ হয়, এটা মাথায় রেখেই আমরা স্কোয়াডটা বড় করেছি। তারপরেও যাদের নিয়েছি তাদেরকে আমাদের টেস্ট ক্রিকেটের কথা মাথায় রেখে যে পুল আমরা করেছি, বেশিরিভাগকেই রাখা হয়েছে।’ 

যারা খেলবে না, তারা যেন একটা সিস্টেমে থাকে। টিম ম্যানেজমেন্টের সাথে কাজ করে অভ্যস্ত হয়ে যেন আরও উন্নতি করতে পারে এবং খেলার জন্য প্রস্তুত হতে পারে। এটা মাথায় রেখেই স্কোয়াডটা বড় করা হয়েছে।

মিনহাজুল আবেদীন, প্রধান নির্বাচক

এদিকে দলের নিয়মিত অলরাউন্ডার সাকিব আল হাসান ফেরায় আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সাকিব ফেরায় নিয়মিত পারফর্ম করা তাইজুল শেষপর্যন্ত থাকবেন কি একাদশে? এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন নান্নু। কৌশলী উত্তরে টিম ম্যানেজমেন্টের উপর দায়িত্ব ছেড়েছেন তিনি।

নান্নু জানান, ‘এটা এই মুহূর্তে আপনাদেরকে ১১ জন টিম নিয়ে, কে খেলবে না খেলবে এটা কিচ্ছু বলা যাবে ন। কারণ, এটা ২৪ ঘন্টা আগে অনুশীলন শেষে তখন ১১ জন নির্বাচন করা হবে। আগাম ৭২ ঘন্টা আগে বলা মুশকিল যে কে খেলবে না খেলবে। যে ১৮ জনকে নেওয়া হয়েছে, তাদের সবারই সামর্থ্য আছে। সুতরাং সবাইকে রেডি করা হচ্ছে, যখন যাকে টিম ম্যানেজমেন্ট প্রয়োজন মনে করবে, তখন তাকে খেলাবে।’

টিআইএস