রাজ্জাকের অন্তর্ভুক্তি ইতিবাচক: নান্নু
ছবি: সংগৃহীত
দীর্ঘদিন ধরে দল নির্বাচনের দায়িত্ব সামলাচ্ছেন মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন। এবার জাতীয় দলের নির্বাচন প্যানালে যুক্ত হচ্ছেন আব্দুর রাজ্জাক। টাইগারদের দল নির্বাচনের জন্য দুই জনের সংখ্যা এবার তিনে গিয়ে ঠেকেছে। এটাকে ইতিবাচক দেখছেন খোদ প্রধান নির্বাচক নান্নু। নতুন নির্বাচক রাজ্জাককে শুভকামনা জানাতে ভোলেননি তিনি।
রাজ্জাকের নির্বাচক প্যানালে অন্তর্ভুক্তি সময়ের অপেক্ষা ছিল। গত ২৭ জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নমব সভায় সিদ্ধান্ত হয়েছে, আগের দুই নির্বাচকের সঙ্গে নতুন নির্বাচক হিসেবে যোগ দিচ্ছেন রাজ্জাক। এই বাঁহাতি স্পিনারের নির্বাচক হওয়ার খবরটি গত বুধবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে বিসিবি। যদিও ঠিক কবে থেকে রাজ্জাক দল নির্বাচনের কাজ শুরু করবেন, সেটি এখনো চূড়ান্ত নয়।
বিজ্ঞাপন
রাজ্জাকের অন্তর্ভুক্তি ইতিবাচক হিসেবে দেখছেন প্রধান নির্বাচক। কারণ, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ থেকে শুরু করে ঘরোয়া টুর্নামেন্টের বেশিরভাগ খেলা হয় একাধিক মাঠে। অনেক সময় ব্যস্ত সূচীর কারণে দিনে ৩ থেকে ৪টি ম্যাচ মাঠে গড়ায়। যা দুজন নির্বাকের ক্ষেত্রে পর্যবেক্ষক করা কষ্টসাধ্য। এজন্য ৩ জনের প্যানেলে কাজটা সহজ হবে বলে মনে করেন নান্নু।
রোববার গণমাধ্যমের মুখোমুখি হয়ে নান্নু বলেন, ‘অবশ্যই শুভকামনা থাকবে। আমরা যেভাবে কাজ করছি আমাদের সাথে কাজ করবে। আমাদের অভিজ্ঞতাটা শেয়ার করতে পারবো। আমরা দুজন অনেকদিন ধরে কাজ করছি। এই অভিজ্ঞতাটা কাজে লাগানো যাবে। ওর খেলোয়াড়ি ক্যারিয়ারও অনেক সাকসেসফুল। আমি মনে করি নির্বাচক হিসেবেও ও সাকসেফুল হবে ইনশাআল্লাহ।’
বিজ্ঞাপন
টিআইএস