গত ২২ ডিসেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা করে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৬টি ফ্র্যাঞ্চাইজির নাম। ২৭ ডিসেম্বর ড্রাফটের আগে ঢাকার মালিকানা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। গ্যারান্টি মানি জমা দিতে না পারায় ঢাকার ফ্র্যাঞ্চাইজি মালিকানা হারিয়েছে মার্ন ও রুপা গ্রুপ।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মনোয়ার পাঠান নিজেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন তাদের এবারের বিপিএলে না থাকার খবরটি। মূলত গ্যারান্টি মানির ৫ কোটি টাকা সময়মত জমা দিতে না পারা সংক্রান্ত জটিলতায় ফ্যাঞ্চাইজির মালিকানা হারিয়েছে তারা। জানা গেছে, বিসিবিই ঢাকার এই ফ্র্যাঞ্চাইজিটি পরিচালনা করবে।

বিপিএলের বাকি ৫টি ফ্র্যাঞ্চাইজি হলো-

বরিশাল (ফরচুন সুজ লিমিটেড), চট্টগ্রাম (আখতার গ্রুপ), কুমিল্লা (কুমিল্লা লিজেন্ডস লিমিটেড), খুলনা (মাইন্ড ট্রি লিমিটেড) এবং সিলেট (প্রগতি গ্রীন অটো রাইস মিলস লিমিটেড)।

২৭ ডিসেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হবে ক্রিকেটার্স ড্রাফট। এই ড্রাফটের আগে দলগুলো ১ জন স্থানীয় এবং ৩ জন করে স্থানীয় ক্রিকেটার দলে নিতে পারবে। ড্রাফট থেকে সর্বনিম্ন ৩ এবং সর্বোচ্চ ৮ জন বিদেশি ক্রিকেটার নিতে পারবে দলগুলো। স্থানীয় ক্রিকেটারের হিসেবে দলগুলো নিতে পারবে ১০ থেকে ১৪ জন ক্রিকেটার।

বিপিএলে এবারের আসরে ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়িয়েছে বিসিবি। ‘এ’ ক্যাটাগরিতে ক্রিকেটারদের ৫০ লাখ থেকে বেড়ে এবার ৭০ লাখে ঠেকেছে। এবার ক্যাটাগরি করা হয়েছে ৬টি। ‘এ’ থেকে ‘এফ’ পর্যন্ত। দ্বিতীয় ভাগ ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের ২৫ থেকে বাড়িয়ে ৩৫ লাখ করা হচ্ছে। ‘সি’ ক্যাটাগরির যারা আগে ১৮ লাখ টাকা করে পেতেন, এবার তাদের দেওয়া হবে ২৫ লাখ টাকা। ‘ডি’ ক্যাটাগরি ১৮, ‘ই’ ক্যাটাগরি ১২ এবং সর্বশেষ ‘এফ’ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ৫ লাখ টাকা করে।

টিআইএস