নয় দলের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে একদম তলানিতে অবস্থান বাংলাদেশের। তিন ম্যাচে এখনো জয়ের দেখা পায়নি টাইগাররা। নামের পাশে যোগ হয়নি কোনো পয়েন্ট। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর কোনো জাদুমন্ত্র জানা নেই বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হকের। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ ম্যাচ সিরিজে দুটো টেস্টই জিততে চান তিনি। পূর্ণ ১২০ পয়েন্টে চোখ মুমিনুলের।

টেস্ট ক্রিকেটকে আরও বেশি আকর্ষণীয় করতে বেশকিছু উদ্যোগ হাতে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। নয়টি দল নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই ছুঁড়ে দিয়েছে আইসিসি। এই লড়াইয়ে বাকিদের থেকে ঢের পিছিয়ে বাংলাদেশ। ১৩ ম্যাচ খেলে টেবিলের এক নম্বরে থাকা ভারতের পয়েন্ট যেখানে ৪৩০, সেখানে ৩ ম্যাচে কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি টাইগাররা।

বুধবার উইন্ডিজের বিপক্ষে ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। আইসিসির নিয়ম অনুযায়ী প্রতি সিরিজে দলগুলো লড়বে ১২০ পয়েন্টের জন্য। সে হিসেবে প্রতি ম্যাচে ৬০ পয়েন্টের জন্য লড়াই হবে বাংলাদেশ-উইন্ডিজের মধ্যে। সেখানে ঘুরে দাঁড়াতে পারবে তো টাইগাররা?

চট্টগ্রামে মঙ্গলবার এমন এক প্রশ্নের জবাবে মুমিনুল বলেন, ‘ওরকম কোনো মন্ত্র নেই (হাসি)। মন্ত্র হলে জাদুমন্ত্র হতে হবে! আসলে এরকম কোনো মন্ত্র নেই। আগে যেগুলো শেষ হয়ে গেছে, ওগুলো আর মনে রাখতে চাই না। অতীত তো অতীতই। আগে যেটা বললাম, করোনার পর আমরা নতুন করে শুরু করার চেষ্টা করছি। নতুন করে শুরু করবো এটাই।’

টেস্টের আগে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে অধিনায়ক তামিম ইকবালের দল। সুপার লিগের লড়াইয়ে পূর্ণ ৩০ পয়েন্ট তুলে নিয়েছে টাইগাররা। টেস্ট সিরিজে বাংলাদেশ দলের ভাবনা কি? ১২০ পয়েন্টের পুরোটা দখলে নিতে পারবে স্বাগতিকরা?

ভার্চুয়াল প্রেস কনফারেন্সে মুমিনুলের জবাব, ‘আমরা যখন খেলা শুরু করি, মাঠে নামি, জেতার জন্যই নামি। ওভাবেই আমরা প্রস্তুতি নিই। ওভাবেই আমাদের আশা থাকে। যে দলের সঙ্গেই বলেন, ওয়েস্ট ইন্ডিজ বা বিশ্বের এক নম্বর টেস্ট দলের কথা বলেন, যদি ফলাফল ১-০ বা ১-১ হয়, এটি আসলে কখনোই গ্রহণযোগ্য হয় না বিশ্বের যেকোনো দলের সঙ্গেই। আমরা যখনই খেলি, জেতার জন্যই খেলি।’ 

সিরিজ জয়ের ব্যাপারে মুমিনুল বলেন, ‘আপনি যদি ওভাবে চিন্তা করেন যে ওয়েস্ট ইন্ডিজ হোক আর এক নম্বর দল হোক, ফলাফল যে ১-০ হবে বা ২-০ হবে, এভাবে আসলে বলা যায় না। আমি যেখানেই খেলি, সিরিজ জেতার জন্য খেলি, ম্যাচ জেতার জন্য খেলি। আর ম্যাচে প্রতি সেশন ধরে ধরে খেলার চেষ্টা করি।’

টিআইএস/এমএইচ/এটি