রানের উইকেটে রান নিয়ে ভাবছে না কুমিল্লা
ঢাকা পর্বে রাতের কয়েকটি ম্যাচে রানের দেখা পাওয়া গেলেও এবারের বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু থেকে রান খরায় ভুগছে। তবে বিপিএল যেন তার প্রাণ ফিরে পায় চট্টগ্রাম পর্বে। প্রতি ম্যাচেই ১৪০ এর উপরে হয়েছে দলীয় স্কোর। দেখা গছে ২০০ ছাড়ানো সংগ্রহও। বিপিএলের চট্টগ্রাম পর্বে রানের দেখা মিললেও রান নিয়ে ভাবনা নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। দলীয় অধিনায়ক ইমরুল কায়েস জানিয়েছে, বোলিং বিভাগই তার দলের মূল চালিকাশক্তি।
টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে সোমবার চট্টগ্রামের চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ ম্যাচের আগে ইমরুল বলছিলেন, ‘আমরা দুইশ করব বা এত রান করব এমন কোনো লক্ষ্য নেই। আমাদের শক্তির জায়গা সম্পর্কে আমরা জানি। আমাদের বিপক্ষে প্রতিপক্ষ ১০০-র নিচে অলআউট হয়েছে। তার মানে আমাদের বোলিং ওরকম শক্তিশালী। তাই কত রান করতে হবে এসব নিয়ে ভাবছি না।’
বিজ্ঞাপন
এবারের বিপিএলের প্রায় সব দলই এখন পর্যন্ত ৪টি করে ম্যাচ খেলে ফেলেছে। ঢাকা আর চট্টগ্রাম খেলেছে ৫টি করে ম্যাচ। একমাত্র দল কুমিল্লা মোটে ২ ম্যাচে মাঠে নেমেছে। যেখানে ২ জয় নিয়ে আছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। নিজেদের সবশেষ ম্যাচ কুমিল্লা খেলেছে গত ২৫ জানুয়ারি। ৫ দিন পর আজ (৩১ জানুয়ারি) তৃতীয় ম্যাচ তাদের। এমন দীর্ঘ বিরতি সমস্যা তৈরি করতে পারে বলে মনে করছেন ইমরুল।
ইমরুলের ব্যাখ্যা, ‘পাঁচ দিনের একটা বিরতি ছিল। আমরা জিতেছি, কিন্তু বেশি বড় বিরতি থাকলে দলের একটু সমস্যা হয়। দেখা যাচ্ছে আবার নতুন করে শুরু করা লাগে। আমাদের সোমবার আবার নতুন ম্যাচ, এভাবেই আমাদের পরিকল্পনা থাকবে। নতুন করে শুরু করতে হবে।’
বিজ্ঞাপন
টিআইএস