জাতীয় উশু চ্যাম্পিয়নশিপ আজ (রোববার) সমাপ্ত হয়েছে। বঙ্গবন্ধু জাতীয় উশু চ্যাম্পিয়নশিপে সেরা হয়েছে বাংলাদেশ আনসার। রোববার শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত চার দিনব্যাপী খেলা শেষে পুরুষ ও নারী দুই বিভাগে ১৭টি স্বর্ণ, ১১টি রুপা ও পাঁচটি ব্রোঞ্জ জিতে সেরা হয়েছে আনসার। অন্যদিকে ১৬টি স্বর্ণ, ১৫টি রুপা ও ১০টি ব্রোঞ্জপদক জিতে রানার্সআপ হয় বাংলাদেশ সেনাবাহিনী। 

খেলা শেষে উশু ফেডারেশনের সভাপতি ড. আবদুস সোবহান গোলাপ এমপির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের হাতে পুরস্কর তুলে দেন পররাষ্ট্র মন্ত্রী একে আবদুল মোমেন এমপি। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক দুলাল হোসেন, আনসারের সহকারী পরিচালক রায়হান উদ্দিন ফকির ও লায়ন খন্দকার মো. সেলিম উপস্থিত ছিলেন।

এজেড/এমএইচ