যশপ্রিত বুমরাহ/ছবি: ক্রিকইনফো

টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ এক সিরিজের প্রথম টেস্টে আজ শুক্রবার মাঠে নেমেছে স্বাগতিক ভারত ও সফরকারী ইংল্যান্ড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্ট কে হবেন, তা এই সিরিজের ফলাফলে দারুণভাবে নির্ভর করছে। তবে প্রথম দিনে সেসব ছাপিয়ে পাদপ্রদীপের আলোয় ইংলিশ অধিনায়ক জো রুট আর ভারতীয় পেসার যশপ্রিত বুমরাহ। প্রথমজন খেলছেন শততম টেস্ট আর পরেরজন আলোচনায় অভিষেকের তিন বছর পর ঘরের মাঠে অভিষেক টেস্ট খেলতে নেমে!

জো রুট অনেকদিন ধরেই সময়ের সেরা ব্যাটসম্যানদের অন্যতম। ২০১২ সালে অভিষেকের পর থেকে ইংলিশ ব্যাটিং লাইনআপেরও অন্যতম ভরসার নাম হয়ে দাঁড়িয়েছেন তিনি। বিরাট কোহলি, কেন উইলিয়ামসন ও স্টিভেন স্মিথের সঙ্গে ভালোভাবেই আসে তার নাম। মাঝে দৈব দুর্বিপাক কিংবা বড় চোটে না পড়লে যে শততম টেস্টটাও খেলতেন রুট, তা একদম অবধারিতই ছিল। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে যখন টসটা করতে নামলেন প্রতিপক্ষ অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে, সে ‘অবধারিত’ ব্যাপারটাই বাস্তব হয়েছে।

তবে যশপ্রিত বুমরাহর বিষয়টা বেশ বিচিত্র। অদ্ভুত এক কীর্তি গড়ে অবশেষে দেশের মাটিতে অভিষেক হয়েছে ভারতীয় এই পেসারের। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে অভিষেক হয় তার। এরপর থেকে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে খেলেছেন টেস্ট, তবে ঘরের মাঠে খেলা হয়নি এক ম্যাচেও। তার ঘরের মাঠে টেস্ট খেলার সে আক্ষেপও ঘুঁচেছে চেন্নাইতেই, অবশেষে ঘরের মাঠে টেস্ট অভিষেক হয়েছে এই পেসারের।

২০১৮ এর ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট অভিষেকের পর চেন্নাই টেস্টের আগ পর্যন্ত তিনি খেলেছেন ১৭ টেস্ট। ফলে বিরল এক কীর্তিও গড়া হয়ে গেছে তার। অভিষেকের পর ঘরের মাঠে খেলতে এর চেয়ে বেশি টেস্ট খেলেননি আর কেউ। তার সঙ্গে অবশ্য আছেন উইন্ডিজ ব্যাটসম্যান ড্যারেন গঙ্গা। তবে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে পাকিস্তান নিজ মাটিতে শেষ এক যুগে খেলেনি বলে এ পরিসংখ্যানে শেষ ১২ বছরে পাকিস্তানের হয়ে অভিষিক্তদেরকে হিসেবে আনা হয়নি।

রুটের কীর্তি আর বুমরাহর ‘অভিষেক’ টেস্টে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই উইকেট হারিয়ে তুলেছে ৬৩ রান। উইকেট দুটো গেছে বুমরাহ ও রবিচন্দ্রন অশ্বিনের দখলে।

ভারতীয় একাদশ
রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রিশাভ পান্ত, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, শাহবাজ নাদিম, ইশান্ত শর্মা, যশপ্রিত বুমরাহ।

ইংল্যান্ড একাদশ
ডম সিবলি, ররি বার্নস, ড্যান লরেন্স, জো রুট (অধিনায়ক), বেন স্টোকস, ওলি পোপ, জস বাটলার (উইকেটরক্ষক), ডম বেস, জোফরা আর্চার, জ্যাক লিচ, জেমস অ্যান্ডারসন।

এনইউ/এটি