দ্বিশতক আর রেকর্ডে শততম টেস্ট রাঙালেন রুট
ছবি: ক্রিকইনফো
শততম টেস্টের মঞ্চটা এমনিতেই বিশেষ কিছু। তবে ১৫তম ইংলিশ ক্রিকেটার হিসেবে এ মাইলফলক ছোঁয়া রুট থেমে থাকেননি এখানেই। করেছেন দ্বিশতক, শততম টেস্টটা তাতে রঙিন হয়েছে একগাদা রেকর্ডের রঙে।
চেন্নাইয়ে চলমান ভারত-ইংল্যান্ড টেস্টটির আগে শততম টেস্টে ১০০ ছোঁয়ার কীর্তি ছিল আট ব্যাটসম্যানের, যার দুজন ছিলেন ইংল্যান্ডের। শুরুটা হয়েছিল একজন ইংলিশের হাত ধরে। ৫২ বছর আগে কলিন কাউড্রে মাইলফলক ছোঁয়ার দিনে ইতিহাসের প্রথম সেঞ্চুরিটা পেয়েছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। এরপর ২০০০ সালে অ্যালেক স্টুয়ার্ট এ কীর্তি গড়েছিলেন। তারপরই জো রুট। সে কীর্তিও অবশ্য তিনি ছুঁয়েছেন টেস্টের প্রথম দিনেই।
বিজ্ঞাপন
শনিবার দিনটা ছিল সবকিছু ছাড়িয়ে যাওয়ার। রুট সেটা করেছেনও। ১২৮ রান নিয়ে দিন শুরু করা ইংলিশ অধিনায়ক এরপর ছাড়িয়েছেন রিকি পন্টিংয়ের ১৪৩, জাভেদ মিয়াঁদাদের ১৪৫, গর্ডন গ্রিনিজের ১৪৯-কে। দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে শততম টেস্টে ছুঁয়েছেন দেড়শোর মাইলফলক। এরপর সামনে ছিলেন কেবল ইনজামাম উল হকের ১৮৪ রানের ইনিংসটি, সেটাও পেরিয়েছেন। কাকতালীয়ভাবে সেটাও এসেছিল এই ভারতের বিপক্ষেই!
ক্রিকেটের ১৪৩ বছরের ইতিহাসে শততম টেস্টে দ্বিশতক ছিলো না কোনো ব্যাটসম্যানের। প্রথম ব্যাটসম্যান হিসেবে সে কীর্তিটাও নিজের করে নেন ইংলিশ অধিনায়ক।
বিজ্ঞাপন
রুট অবশ্য এশিয়া সফরের শুরু থেকেই আছেন আগুনে ফর্মে। এ দ্বিশতক নিয়ে শেষ তিন টেস্টে তৃতীয়বারের মতো ১৫০ ছাড়ানো ইনিংস খেললেন তিনি। এতেও অনেক কীর্তি এসে লুটিয়ে পড়েছে রুটের পায়ে। সপ্তম ব্যাটসম্যান হিসেবে টানা তিন টেস্টে ১৫০ ছাড়ানো ইনিংস খেললেন তিনি। এর আগে এ কীর্তি ছিল স্যার ডন ব্র্যাডম্যান, স্যার ওয়ালি হ্যামন্ড, মুদাসসর নজর, জহির আব্বাস, কুমার সাঙ্গাকারা ও টম ল্যাথামের।
তবে তাদের থেকে রুটকে আলাদা করেছে বেশ কিছু বিষয়। ইংলিশ এই ব্যাটসম্যানের এ কীর্তি এসেছে অধিনায়ক হিসেবে, প্রতিপক্ষের মাঠে। এর আগে অধিনায়ক হিসেবে টানা তিন টেস্টে দেড়শো ছাড়ানো ইনিংস আছে কেবল স্যার ব্র্যাডম্যানের, আর প্রতিপক্ষের মাঠে এ কীর্তি ছিল স্যার হ্যামন্ডের। তবে দুটোই একসঙ্গে ছিল না আর কারো! রুট আলাদা এখানেই।
যে ছন্দে খেলে চলেছেন, শততম টেস্টটাকে আরও রাঙানোর সম্ভাবনাও আছে তার সামনে। এর আগে মাইলফলক ছোঁয়ার টেস্টে জোড়া সেঞ্চুরির কীর্তি আছে কেবল রিকি পন্টিংয়ের। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গড়েছিলেন এ রেকর্ড। দ্বিতীয় ইনিংসে সুযোগ পেলে হয়তো রুট ছুঁয়ে ফেলবেন সেটাও!
এনইউ/এটি